সামুতে অনেকেই ব্লগায়। অনেক ভালো ভালো কমেন্টো পড়ে।
আমি চাচ্ছি সেই সব সেরা সেরা কমেন্টের সংকলন করতে।
যেমনঃ
যাকারিয়া ভাইয়ের ঐতিহাসিক কম্পিঊটার বিষয়ক পোস্টে হাসান মাহবুব ভাইয়ের সেই কমেন্টঃ
আপ্নার উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চল্ব। আরো কিছু বাণী টাণী দিয়েন মাঝেমইধ্যে মাইনাস টাইনাস যা লাগে আমরা চান্দা তুইলা দিয়া দিমুনে।









তারপর বাকি ইতিহাস সবার ই জানা।
আহ প্লাস মাইনাসের সেই যুগে......বেচারা পোস্ট ড্রাফট করে ফেলেছে। যদিও আমার কাছে একটা ব্যাক আপ আছে।
ইয়াজিদ সিকান্দরের পোস্টে রাগিব ভাইয়ের কমেন্ট ঃ' কন্তো দেখি আম ভালো না কাঠাল ভালো ফল'।



ঢাবি বুয়েট নিয়ে অহেতুক বিতর্কিত এই পোস্ট মনে হয় ঘুমকাতুরে মডুর চোখও এড়ায়নি, পোস্টের ব্যাক আপ থাকলে লিংক দিয়ে যাইয়েন। সেইপোস্ট খুইয়ে উনি দেন> দেশে গবেষনার পরিবেশ নেই। সবাই ব্যগ্র মুক্তচিন্তার কন্ঠরোধে।
সেখানে সাদা ছায়া বলেছেন: দেশে গবেষনার পরিবেশ নেই।
সবাই ব্যগ্র মুক্তচিন্তার কন্ঠরোধে।
এই টাইটেল আর টাইটেলের লেখককে অনুকুল পরিবেশে সংরক্ষন করা হউক
, দরকার হলে চিড়িয়াখানায় ভরে রাখা হউক
আবার যেমনঃ
চে গুয়েভারা ২ বলেছেন: ইভার নাকি প্রভা বাইর হইছে?




পোস্ট হইলো
জলকণার সেই বিখ্যাত শাহ্রুখ খান বিষয়ক পোস্টেও কিছু ঐতিহাসিক কমেন্ট আছে। জাঝা!! , ধইন্যা চালু হয় যেইসব পোস্টে সেগুলার লিংক চাই। স্মার্ট গাই এর পোস্টে আওতর আলীর সাথে বাহাস দেখসিলাম, চরম জশীলা হইসিলো ।
এই রকম ভালো ভালো কমেন্ট সংগ্রহ করার জন্যেই এই পোস্ট ।
আপনাদের অংশগ্রহনের ভিত্তিতে আপডেটহবে,কমেন্ট টা এখানে কপি করে লেখার লিংক দিলে ভালো হয়।