নব উদ্যেমে কাজের গতি বৃদ্ধি পায়
জীবনকে দেখি অন্য চোখে
ঐ দিকে চাচা মারা গেল গতকাল
না জানাজায় শরিক হতে পারলাম না মাটি
হায়াত মওত ধন দৌলত রিজিক
বিয়ে সাদি বাচ্চা কাচ্চা সংসার
সুখ দুঃখ আনন্দ বেদনার সমাহার
এরই নাম যদি জীবন হয়
জন্ম নেওয়ার কি দরকার ছিল?
জন্মিলে মরিতে হইবে ইহাই সত্য
জন্মকে তো সার্থক করিতে পারিলাম না
মরে গেলে এই জনমে কেই বা খোজ নেবে
মাটি চাপা দিয়ে এসে হিসেব কসবে আমার সম্পত্তির খোজ
এভাবেই জীবনের সমাপ্তি
পরজীবনের ছায়াছবি কেমন তা দেখতে ইচ্ছে করে
ওখানে থেকে যদি একবার ঘুরে আসা যেত?
বাবা এখন বয়োবৃদ্ধ আমার দাদার সব ছেলে মেয়েদের মাঝে
এখন আমার বাবাই বেচে আছে
জানি না কবে দুনিয়ার মায়া সাঙ্গ করে চলে যায় ওপারে
যার বাবা বেচে আছে দুনিয়ায় তার একটা বটগাছ আছে
যে কিনা তার জীবনের সুখ দুখে ছায়া দেয় অবিরাম
বাবা জন্ম দিল আমায় মরে যাবে আমাকেও যেতে হবে একদিন
তাই বাবাকে হারাতে মন চায় না
কিন্তু নিয়তির কি খেলা আসার যাওয়ার মাঝেই
এই বাস্তবতা
মেনে নিতে খুব কষ্ট লাগে!
বাবা তোমায় ভালোবাসি অনেক
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮