বর্ণ আমার কাছে এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর বাংলা কিবোর্ড। ডিজাইন, লে-আউট, থিমস, ফাংশনালিটি সবদিক থেকেই এই কিবোর্ডটি অন্যান্য বাংলা কিবোর্ডকে ছাড়িয়ে গিয়েছে। ইউনিকোড বেসড এই চমৎকার কিবোর্ডটি বর্তমানে Android এবং Windows এর জন্য বিদ্যমান এবং অবশ্যই বিনামূল্যে ব্যবহার করা যায়।
শুরুতে বলছি, বর্ণের Android ভার্সনের কথা। গতকালই প্লে স্টোরে রিলিজ হয়েছে বর্ণের প্রথম ভার্সনটি। বর্তমানে প্লে স্টোরে থাকা যেকোনো বাংলা কিবোর্ড থেকে বর্ণ অনেক ফিচার রিচ।
ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.codepotro.borno.keyboard
ইনস্টল করে পুরোপুরি সেটআপ হয়ে গেলে এমন দেখাবেঃ
বর্ণের থিমসঃ যেগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে,
আমি এই পোস্টটি বর্ণেই লিখছি। বর্ণের কিছু ফিচারসঃ
১। এডাপটিভ থিমসঃ এটার কথাই আগে বলবো। বর্ণ প্রতিটি অ্যাপে ঐ অ্যাপটির সাথে মিলে যায় এমন থিমস ব্যবহার করে। এজন্য অবশ্য বর্ণের সেটিংস থেকে Borno Colors অংশ থেকে প্রথম অপশানটি সিলেক্ট করতে হবে ।
Gmail এ লাল রঙের বর্ণঃ
Google Chrome এ নীলঃ
২ । বর্ণ ইজিঃ অন্যান্য লে-আউটের সাথে বর্ণ ইজি নামে একটি লে-আউট আছে যেখানে সব বাংলা অক্ষরই এক পাতায় রয়েছে।
বর্ণের লে-আউটগুলোঃ
৩। ভয়েস টাইপিংঃ বাংলা, ইংরেজি এবং আরবিতে ভয়েস টাইপিং সুবিধা রয়েছে বর্ণতে।
৪। স্মার্ট জেসচার যেমনঃ স্পেসবারে ফাস্ট সোয়াইপে লেআউট পরিবর্তন। নরমাল সোয়াইপে কার্সর পজিশন পরিবর্তন ইত্যাদি...
৫। গ্লোবাল ক্লিপবোর্ডঃ
কোনো লেখা কপি করলে সেটা এখানে জমা হয়।
এবং আরো ফিচারস।
এবারে বলবো বর্ণের Windows ভার্সনের কথা
যেসব ফিচারস আছে বর্ণ Windows এঃ
১৷ লেআউটঃ বর্ণ’তে ৬টি লেআউট রয়েছে, বর্ণ, বর্ণ ফোনেটিক, বর্ণ এনকোডিং, প্রভাত, ন্যাশনাল এবং বর্ণনা। এছাড়াও লে-আউট তৈরী করা এবং শেয়ার করা যায়।
২। একটু ভিন্ন রকমের ফোনেটিকঃ বর্ণ’তে ফোনেটিক লেআউটটির সাহায্যে ব্যবহারকারী ইংরেজি এবং বাংলা একই সময়ে লিখতে পারবে।
৩। থিমসঃ ডার্ক এবং নরমাল থিম।
৪। ক্রস এনকোডিংঃ বর্ণ’তে দুটি ফন্ট যুক্ত করা হয়েছে, বর্ণমালা এবং বর্ণপাতা। এই ফন্টগুলোর বিশেষ্যত্ব হলো এই দুটি ফন্ট দিয়েই একই সঙ্গে ইংরেজি ও আনসি এবং ইউনিকোডে লিখা যায়, অর্থাৎ এই ফন্টগুলো দিয়ে যেকোন অ্যাপ এ লিখা যাবে।
৫। কিবোর্ড শর্টকাটসঃ
বর্ণ – Ctrl + Alt + B
বর্ণ ফোনেটিক – Ctrl + Alt + P
ন্যাশনাল – Ctrl + Alt + N
৬। এআই সাজেশনঃ অনেকেই ফিক্সড কিবোর্ড লেআউটএ লিখতে পছন্দ করে, তাদের লেখায় আরেকটু গতি বাড়িয়ে দিতে বর্ণ’তে যুক্ত করা হয়েছে এআই সাজেশন। অর্থাৎ যখন কোন শব্দ আংশিক টাইপ করা হবে বর্ণ তখন সম্ভাব্য শব্দগুলোর সাজেশন দেখাবে, যা অ্যারো কি দিয়ে খুব সহজেই নির্বাচন করা যাবে।
স্ক্রিনশটঃ
বর্ণ Windows এর ডাউনলোড লিংকঃ
https://codepotro.com/download-borno/
বর্ণ কিবোর্ড ডেভেলপ করেছে কোডপত্র। কোডপত্র একটি সম্পূর্ণ ওপেন সোর্স কিবোর্ডও এনেছে OS Board নামে।
Github: https://github.com/codepotro/
সামহোয়্যারইনেঃ https//www.somewhereinblog.net/blog/codepotro/
বর্ণকে নিয়ে কোডপত্রের পোস্টঃ https://www.somewhereinblog.net/blog/codepotro/30306525
বাংলাকে ডিজিটাল ডিভাইস সমূহে তুলে ধরতে বাংলা কিবোর্ডের ভূমিকা অনস্বীকার্য। বর্ণ একটি নতুন বাংলা কিবোর্ড হওয়ায় এর ডেভেলপমেন্টে আমারাও অংশগ্রহণ করতে পারি। এই অংশগ্রহণ হতে পারে বাগগুলো রিপোর্ট করে, বর্ণের কথা সবাইকে জানিয়ে, নতুন ফিচারের সাজেশন দিয়ে কিংবা ডোনেশনের মাধ্যমে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭