



জানিনা কোন সাধু বাবার অভিশাপে,আফনেগো বদ দোয়ায়,বাপ মার অবহেলায় এই নাদান পুলাডার অহনো নিকাহ হয় নাই


যাউকগা হিস্টোরিতে তামার অক্ষরে লেখা এই

ঈদের ছুটিতে তহন বাড়িত গেচি।ঘরে ঢুকতে না ঢুকতেই দেহি ৯মাসের পোয়াতি বেডির লাহান পেট লয়া আমার ৬ বছর বয়সের চাচতো ভাই লেংটু বাবার লাহান পিডা খাইতাছে।

কইলাম কিরে কি খাস?
কয় বাই ফিডা খাই,বিরাট টেস।

চায়া দেহি নাক দিয়া কনডেনস্ড মিল্ক বাইয়া পড়তাছে যা পিঠার লগে মিইশ্যা ২ জন দুজনার হয়া গেছে।

পিঠা টেস অওনের শানে নজুল খান আন্ডারস্ট্যান্ড খাইলাম।
মায়েরে জিগাইলাম চাচতো ভাইয়ের পেট এরুম গাভীন বকরির লাহান ফুলা কেন?

মায়ে কইলো হের নাকি পেটে কিরমি( কৃমি) আস্তানা বানছে।


রাইতে সবাই খাইতে বইছে এমুন সময় দেহি পাশের বাড়ির ভাবী আইছে।
হের ও দেহি গোডাউন পুরাই লোড।

খাওন থুইয়া চিন্তিত ভাবে কইলাম ভাবী আফনের ও কি পেটে কিরমি অইছে?
হুইনা তো সবার জবান বন।পাশ থাইকা মায়ে দিলো মাথার মইদ্দে এক ঠুয়া

আমি কইলাম আমার কি দোষ?
আমি সোজা,সরল,অবলা,কমলা থুক্কু বালা পোলা।সকালে দেখছি ছুডু বাইডার পেট ফুলা,অহনে ভাবীর ও দেহি পেট ফুলা।তাই জিগাইলাম আর কি।

ভাবী হাইসা কয় নাগো ছুডু মিয়া,এই পেটের ভিতরে তোমার ভাইস্তা আছে,কয়দিন পরে দেখতে পারবা।

কইলাম পেডের ভিতরে কেন?

খিদা কি বেশি লাগছিলো?আফনে কি হেরে খায়া ফালাইছেন? করছেন কি?

মায়ে চোখ কটমটাইয়া যেমতে একটা লুক দিলো আর কইলো আজকে কুপায়া ভাজ কইরা ফালাইবো


আমি খাড়ার উফরে অফ গেলাম।

পরেরদিন একলা একলা ভাবীর বাড়ি গেলাম গা,কেউরে না কইয়া।
ভাবী আদর কইরা খাওন দাওন দিলো,খাইতে খাইতে খাজুরা গপ্পো ইস্টারট দিলাম।

কইলাম ভাবী ভাইস্তা কিরাম আছে?
কয় বালা ।
কইলাম ভাইস্তা আফনের পেটের ভিতরে হান্দাইলো কেমতে?

ভাবী কয় আল্লায় দিছেরে ভাই কয়া মুচকি একখান সুলেমানি হাসি দিলো যার মাজেজা অহনো বুঝতাম পারি নাই

কইলাম ভাইস্তা কি খায়? ভাত মাছ ? মাঝে মইদ্দে কি আমার মতো চানাচুর মুড়িও খাইতে চায়?
খাওন কুন দিক দিয়া দেন? দেখি..

ভাবী হাইসা কয় সবি খায় ,আমি খাইলেই হের খাওন অয়।
অ !! আইচ্ছা..ভাইস্তারে একটু পেটের ভিতর থাইক্বো বাইর কইরা দিবেন খেলতাম


ভাবী কইলো নারে ভাই বাইর তো করন যাইতো না অহনে ঘুমাইতাছে।

ভাবীর একখান ভইন আছিলো,হেরে জিগাইলাম আফনের পেডের ভিতরে ভাইস্তা নাই কেন? ১ জোড়া ভাইস্তা অইলে ফাইন হইতো

কয় যা ভাগ বদ পোলা

ভাগমু কি ভাগার আগেই পিছন থাইকা দেহি কেডা জানি কান ধইরা দাড়িপাল্লার লাহান আমারে ঝুলায়া ফালাইছে।আমার আম্মাজান।

কয় তোর কতো বড়ো কইলজা আজকে ইন্চি ইন্চি করিয়া মাপিয়া পাল্লা দিয়া মাপ দিমু।
কাউরে না কইয়া বাইর হইলি কেন?

কইলাম ভাইস্তারে দেখতে আইছি।


ঈদ শেষে ফিরত আসার আগে অবশ্য ভাই্স্তার মুখ দেইখা মিষ্টিও খাইয়া আসছিলাম

(অ.ট: কিছুদিন যাবত ব্লগে আর আগের মতো মজা পাইনা,তাই লেখাও হয়ে উঠেনা।লেখতে বসলেও লেখা আসেনা।আমি কোন লেখক নই যে আমার রাইটার্স ব্লক হবে।তবুও কেন জানি পারিনা।এই সময় অনেক ব্লগার আমার খোজ নিয়েছেন,উৎসাহ দিয়েছেন।তার জন্যই আজকের এ লেখা।লেখাটি ভালো না হলেও অন্তত নতুন করে আবার শুরু যে করতে পেরেছি তাতেই আমার আনন্দ।এ কদিন আপনাদের সবাইকে খুব মিস করেছি।সবাই ভালো থাকুন।শুভকামনা)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৯