বছর ঘুরে আবারও চলে এসেছে বিজয়ের মাস। আর ক'টা দিন পরেই সেই ঐতিহাসিক বিজয়ের দিন - ১৬ই ডিসেম্বর। যেদিন বাংলা মায়ের দামাল ছেলেরা ইসলামের ধ্বজাধারী পাকিস্থান নামের এক অশুভ রাষ্ট্র আর তাদের এদেশীয় দোসর রাজাকারদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলো। সে বিজয় ছিলো সকল অপশক্তির বিরুদ্ধে বাঙ্গালীর ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল।
সামহোয়্যার ইন পরিবারের সদস্যরা (ব্লগার এবং ডেভেলপার টিম) গত দু'টি বছর অত্যন্ত আনন্দ ইদ্দীপনার সাথে বিজয় দিবস উদযাপন করেছে। একই ধারাবাহিকতায় এ বছরও আমরা মাতবো বিজয় উৎসবে। তেমন বিশাল কিছু না, শাহবাগে জমায়েত হয়ে একসাথে একটা শোভাযাত্রা - যেটা শাহবাগ-টিএসসি-শহীদ মিনার হয়ে আবার ফিরে আসবে শাহবাগে। এরপর কোথাও বসে ছোট একটা চা পর্ব, চলবে আলাপচারিতা সাথে থাকবে কবিতা আবৃতি, স্মৃতি রোমন্থন কিংবা গান।
তারিখ ও সময় : ১৬ই ডিসেম্বর ২০১০ সকাল ৯:৩০
জমায়েত : শাহবাগ, জাতীয় জাদুঘর এর সামনে
যোগাযোগ : ০১৯১২০৪৩৫৩০ (ক্যামেরাম্যান)
ব্লগাররা সব দিচ্ছে ডাক, ছাগুরা সব নিপাত যাক
১৯৭১ সালে হানাদার পাক বাহিনী এবং তাদের দোসর রাজাকারদের পক্ষাবলম্বনকারী, তাদের মতাদর্শে বিশ্বাসী, জামাত-শিবির, ছাগু, ছুপা ছাগু - এসব ক্যাটাগরিতে যারা পড়েন তারা নিষিদ্ধ। আপনি আস্তিক কিংবা নাস্তিক তাতে কোন সমস্যা নেই। তবে ইসলামের নামে আপনি যদি ধর্ম ব্যবসায়ী জামাত-শিবির / অন্যান্য ইসলামি (তথাকথিত) দল যারা ১৯৭১ সালে গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন এ সহযোগীতা করেছিলো তাদের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা পোষণ করেন - আপনার আসার দরকার নেই।
আমরা তাদের সাথে হাতে হাত ধরে হাটতে আগ্রহী না
মূল পোষ্ট
রাতমজুরের পোষ্ট
মনসুরের পোষ্ট
কৌশিকের পোষ্ট
আগ্রহী ব্লগারদের ১৬ই ডিসেম্বর পর্য়ন্ত এব্যাপারে পোষ্ট দেয়ার অনুরোধ রইলো।
২০০৮ এর শোভাযাত্রা
২০০৯ এর শোভাযাত্রা
২০০৯ এর শোভাযাত্রা ছবি ব্লগ