ব্লগের প্রতি আমাদের আগ্রহ দিন দিন বাড়ছেই মনে হয়। সাথে বাড়ছে নেট থেকে আয় রোজগাড়ের চিন্তা-ভাবনা। নেট থেকে আয়ের একটা মাধ্যম হতে পারে এই ব্লগিং। গুগল এডসেন্স বা এ জাতীয় এড নেটওয়ার্কের এড নিজের ব্লগে প্রদর্শন করে বেশ কিছু ডলার আয়ের স্বপ্ন দেখেন অনেকেই। ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসে ব্লগ খূলে একাজটি অনেকেই করছেন। এসব জায়গায় ব্লগ খোলা বা পরিচালনা করা সহজ হলেও সেটা অনেকটা ভাড়া বাড়িতে থাকার মতোই। আর তাই মনে হয় http://www.amar.com নামের একান্তই নিজের একটা ব্লগের স্বপ্ন মনে হয় অনেকেই দেখেন। সমস্যা হলো কিভাবে কি করবেন, সেটা সম্পর্কে পরিস্কার ধারণা না থাকায় সেটা আর হয়ে উঠছে না। আপনাকে সামান্য সহযোগীতা করার জন্যই আমার আজকের এই লেখা। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, আমি কিন্তু কোন প্রফেশনাল না। এসব নিয়ে ঘাটাঘাটি করতে করতেই যা অভিজ্ঞতা হয়েছে।
প্রথমেই আপনার দরকার হবে একটা নিজস্ব ডোমেইন আর হোষ্টিং স্পেস। ঢাকায় এইমূহুর্তে ডোমেইন এর সর্বনিম্ন দাম হচ্ছে ৫৯০ টাকা। .info ডোমেইন অবশ্য ২৭০ টাকাতেও কেউ কেউ রেজিষ্ট্রেশন করছেন। ডোমেইন রেজিষ্ট্রেশন করার সময় দুটো বিষয় খেয়াল রাখবেন। এক. ডোমেইন এর কন্ট্রোল আপনাকে দিবে কিনা এবং দুই. হোষ্টিং ছাড়া শুধূ ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে কিনা। ঢাকার শতকরা ৯৯ টা রেজিষ্ট্রারই আপনাকে এই সুবিধাগুলি দিবে না। এখন প্রশ্ন হলো এই সুবিধা না থাকলে কি হবে। সমস্যা একটাই, ভবিষ্যৎ এ মতো করেই চলতে হবে আর গুরুতর কোন সমস্যা তৈরী হলে আপনাকে আপনার ডোমেইনটা পরিত্যাগ করতে হবে।
ডোমেইনের মতো হোষ্টিং এর ব্যাপারেও দুটি বিষয় খেয়াল রাখতে হবে। এক. mySQL ডেটাবেজ সাপোর্ট এবং দুই. PHP সাপোর্ট। স্পেস অনুযায়ী এবং উপরের দুটি সাপোর্ট সহ ঢাকায় দামের বেশ পার্থক্য আছে। আপনার আসলে ঠিক কতো স্পেস দরকার, এটা বের করা খূবই কঠিন একটা বিষয়। ষ্ট্যাটিক ওয়েব সাইট হলে ১০ - ২০ পেজের একটা সাইটের জন্য ২৫ মেবাইট যথেষ্ট (এখানে ইমেইলের ব্যাপারটা গুরুত্ব পায়নি)। তাহলে একটা ব্লগ সাইটের জন্য কতো স্পেস দরকার ১০০ মেগাবাইট নাকি ১০০০ মেগাবাইট ? নাকি আরো বেশী ! এটা আসলে নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপর। যেমন - কত ঘন ঘন পোষ্ট দিবেন, পোষ্টে ছবি কত বেশী ব্যবহার করবেন এবং সেগুলো কি আপনার হোষ্টেই থাকবে কিনা, ভিডিও এর ব্যবহার এবং সেগুলো আপনার হোষ্টে থাকবে কিনা ইত্যাদি।
এক্ষেত্রে আমার পরামর্শ হলো - আপাতত টাকা দিয়ে স্পেস নেয়ার কথা মাথা থেকে বের করে দিন। শুধূমাত্র ডোমেইনটাই রেজিষ্ট্রেশন করুন। নেটে প্রচুর ফ্রি হোষ্ট পাবেন, যারা প্রচুর স্পেস (৫০০ মেগাবাইট+) এবং mySQL / PHP সহ আরো অনেক ফিচার দিচ্ছে। এদের কাছ খেকে নিশ্চিন্তে স্পেস নিয়ে নিন আর আপনার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করা ডোমেইনটি এর সাথে এড / রিডিরেক্ট করে দিন। হোষ্টিং সেবাদাতা যদি পটলও তুলে ক্ষতি নেই, আপনার ডোমেইন আপনারই থাকবে। কষ্ট করে নতুন কোন জায়গায় ঘর বাধতে হবে নতুন উদ্দমে।
আরো একটা বিষয় আছে - ব্যান্ডওয়াইথ। তবে আমার মতে এটা নিয়ে আপাতত চিন্তা করার কিছু নেই। ব্লগ লিখে বিখ্যাত হওয়া শুরু করলে তবে এটা নিয়ে ভাবতে হবে।
আজ এপর্যন্তই। পরের পর্বে mySQL ডেটাবেইজ কিভাবে তৈরী করবেন এবং এর সাথে আনুষঙ্গিক বিষয় নিয়ে লিখবো আশা করি।
ডোমেইন রেজিষ্ট্রেশন - ষ্টার হোষ্ট বিডি
ফ্রি হোষ্টিং এর খবরাখবর - ফ্রি ওয়েব হোষ্টিং টক