বুকের মধ্যাহ্নে ঘুমায় যে ভালোবাসার সরিসৃপ,
কবি ভাবনায় তাই গোলাপ, মেহগনির আসবাব;
স্বপ্নপ্রেম ধরে রাখা উছ্বাস শুধু প্রেমিকারই থাক
আমাদের কবিদ্বয় মহৎ সব কাব্যঝলক
৩২ নং এর কোণায় গচ্ছিত রেখে চন্দ্রিমা ঘুরে আসুক
শামীম রেজা'য় বুদ হয়ে থাকা হৃদয় পোড়ামন নিয়ে
তবু বানিজ্যশাখায় ফুল ফোটাক
প্রেমিকাকে ভুলে আলাদিন নামী মানুষের তকমায়
বিবেক বেচুক আমি চাইনি তা! তবুও দূর্জয় কবির
পাতা ভরে উঠুক মান্নান সৈয়দের কবিতায়, বুদ্ধদেবের অনুবাদে
চা চলুক, হাস্যমুখে কবিতাভাজা খাওয়া হয় এখানে
ভালোবাসা তোমার নরম মেয়েটিকে রেখে যেওনা কবিদের এ মাতাল উৎসবে
কবিরা সব পারে, গোলাপ মেহগনি বিলিন করে ঘাষফুল পিঁপড়ায়
নীল টি-শার্টের বোতাম চুরী করা হুমায়ূন, কতদিন আর
জ্বালাবে বলো!
চল ফিরি সবুজ গাঁ'য়ে
কবিদ্বয়, চল ফিরি অরুদ্ধ পথে
ব্যালকনিতে পড়ে থাক সামহ্যয়ারইনের স্মৃতি কিছু
আমাদের সাদাসাদা পাতলুনে বরফমালাই মিশিয়ে
জমিনে শালিক-চড়ুই ডিম তা দেবে কবিতার উচ্ছিষ্ট ভেবে
দূর পল্লবের আনাচে কানাছে কেউ খুঁজবে হয়তো কিছু কিছু গান
যখন কবিতা হবে বাঁচার শ্লোগান
শব্দ হবে প্রেমিকের দারুন সঞ্চায়
ফেষ্টুনে লিরিক বেঁধে চলো দূরগামী হই।।
অলগেট, লন্ডন
২৯/০৯/২০১৩
উৎসর্গ: আলাদিন আর দূর্জয়; কবিতার কবিদ্বয়।। (আপনাদের সাথে কথপকথনের পরম্পরায় নেমে এসেছে এ অনিবার্য কবিতা; সহ্য তো করতেই হবে!)