প্রথমবার্তা ডেস্ক: গোপন তখ্য সূত্রে জানা গেছে যে, GOLD LEAF সিগারেটে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। যাতে এর প্রতি ভোক্তাগন বেশি আসক্ত হয়। কিন্তু তারা পরীক্ষামূলক এর ব্যবহার না করে সরাসরি বাজারজাত করে। এই রায়নিক পদার্থ মিশ্রিত GOLD LEAF সিগারেট পান করে রাজধানীর বিভিন্ন এলাকার ২০ জন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপালে গতকাল ভির্তি হলে ডাক্তার আজকে ১৫ জন কে মৃত ঘোষনা করেন।
ডাক্তার মোছাদ্দেক হোসেন হৃদ স্পেশালিষ্ট আজকে জানান, তারা রাসায়নিক বিষক্রিয়ার ফলে হিুদ ক্রিয়া বন্ধ হয়ে ভর্তি হওয়ার ১২ ঘন্টা পর মারা যান। পরীক্ষা নিরিক্ষা মাধ্যমে জানা গেছে্ এই অস্বাভাবিক মৃত্যুর কার GOLD LEAF সিগারে পান। স্থানীয় ভাবে যোগাযোগ করে জানা যায় তারা GOLD LEAF সিগারে খাওয়ার পার থেকে অসস্থি বোধ করে এবং সেখান কার লোকজন তাদেরকে স্থানীয় ক্লিনিক এ ভতি করারন। এর পর বেগতিক দেখে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করা হয়। এর পেক্ষাপটে ঘটনা ঘটার আভাস পাওয়ার সংগে সংগে বিভিন্ন মিডিয়া GOLD LEAF কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে । এমনকি অনেক মিডিয়া তা প্রকাশ থেকে বিরত থাকে। কিন্তু সত্য কখন চাপা থাকে না। তখ্য ফাস হয়ে যায়। এঘটনায় রাজধানীর ১৫ জন মৃত্যুবরন করেন, গুলিস্তানে রহিম(২৫), চাংখারপুল এলাকার পুলক (২০), যাত্ত্রাবাড়ীর মিজান (২৬), মীরপুর ভাষানটেকের রুপ মিয়া(২৩), গাবতলী লালকুটির বাজার এলাকার সুজন (পানের দোকানদার)(২১), বাংলামটরস এলাকার শরীফ (২৩), খিলক্ষেতে ঝন্টু মিয়া (২৪), সদরঘাট সিগারে ব্যবসায়ী লিটন মিয়া(২৪)।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:৩১