- হ্যালো! তুমি আব্বু?
- হ্যা, তুমি কে?
- আমি ভুত।
- ভুত!
- আমি সাদা ভুত। ছোট্ট সাদা ভুত....হালুম...
- তুমি কোথায়?
- আমি আম্মুর সাথে নানাবাড়ী।
- কি করো?
- তোমার সাথে কথা বলি আর দুষ্টামি করি।
- কি খেয়েছো?
- পানি খেয়েছি। আব্বু, ইসমাম আমাকে ব্যথা দিয়েছে।
- কিভাবে?
- আমাকে দরজায় চাপা দিয়েছে। আমিও ওকে দরজায় চাপা দিয়েছি।
- কেন! ইসমাম ছোট্ট বাবু। ব্যথা পেয়েছে না!
- তাহলে আমাকে ব্যথা দিয়েছে কেন!
- ইসমাম তো বাবু। তাই বুঝে নাই।
- আমাকে মারছে...তাই আমিও মারছি।
- ও তো ছোট্ট বাবু....ওকে আদর করবা সবসময়।
- আব্বু, এখন রাখি? আল্লাহ হাফেজ......
(আমি কিছু বলার আগেই লাইন কেটে গেল....

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ দুপুর ১:১৯