সামুতে ছবি পোস্ট করতে গেলে অনেক পরামর্শের দরকার পড়ে আমার। কারণ, টেকনিক্যাল ব্যাপারগুলোতে আমি আবার সেইরকম পারদর্শী। এখন হাতে কোন কাজ নেই, তাই ভাবলাম সামুর নতুন ভার্সনে কয়েকটা ছবি পোস্ট করে দেখি- এ বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি।
ক্রিসমাস আমার উৎসব না হলেও সেদিন বেড়ানো বন্ধ থাকেনি। ক্রিসমাস ইভে ( ২৪শে ডিসেম্বর রাত) ডাউনটাউনে কফি বীনের কফি আর বিরাট এক ব্যাগ কেটল কর্ণ নিয়ে ঘুরঘুর করছিলাম। পুরো এলাকাটা ছিল আলো ঝলমলে।
কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল ঘোড়ার গাড়ি চলার জন্য।
একসময় নিজেরও ইচ্ছে হল ক্যারিজ রাইড করার। তাই টিকেট কাটলাম আমরা- তারপর ঘোড়ার গাড়িতে ভ্রমণ।
ছিল স্কেটিং করার স্থান
ছিল ওপেন এয়ার কন্সার্ট। ক্রিসমাস ক্যারলের সাথে ছিল অন্যান্য জেনারের গান- জনি ক্যাশের পুরনো গান শুনে আপ্লুত
ছিল ফেইস পেইন্টিং, অনেক মজার খাবার দাবার, নানা ইন্সট্রুমেন্টাল বাদক। পুরো এলাকাটা সুন্দর করে ডেকোরেট করা ছিল। সব ছবি দেয়া সম্ভব হল না
রাতে বন্ধুদের সাথে ডিনার ছিল যেখানে
রেস্ট্যুরেন্টের বিশেষ আকর্ষণ- জিঞ্জারব্রেড হাউস- পুরো কাউন্টার জুড়ে। সম্পূর্ণটাই এডিবল-
রাতে বাড়ি ফেরার পথে- চাঁদ দেখলেই মনে পড়ে আমার স্বপ্ন আর ভালোবাসার কথা।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০১৬ সবার জন্য বয়ে আনুক অনেক সুখ, শান্তি আর আনন্দ
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫