আহত হলো অনেকেই ।
রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো ।
আরও অনেক কিছুই হলো , কিন্তু যা হওয়া বেশি জরুরি ছিলো তা হলো
সেই জনঘনবসতি পূর্ণ এলাকার মানুষদের সচেতন করা ,প্রশিক্ষণ এর ব্যবস্থা করা । ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে তার জন্য প্রস্তুত করা ।
কমিউনিটি অ্যাকশন ই এই কাজটি করতে যাচ্ছে ।
থাকলে সচেতন থামবে অঘটন এই শ্লোগান নিয়ে পুরোনো ঢাকার ৬১ নং ওয়ার্ডে কয়েকশ ছাত্র ছাত্রী এবং এলাকাবাসীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার লালবাগের আমলীগোলা এলাকায় । কর্মশালায় তরুণতরদের প্রাধান্য দেয়া হয়েছে । যাতে তারা তড়িৎ গতিতে এই দুরাবস্থার পরিবর্তন করতে পারেন এবং বিষয়টা দীর্ঘমেয়াদী গুরুত্ব পায় ।
পুরনো ঢাকার লোকেরা মৃত্যুকে হাতে নিয়ে বসবাস করছেন । প্রায় বেশিরভাগ বাড়ির নীচেই কারখানা আছে যার অনেকগুলাই ভয়াবহ বিস্ফোরণযোগ্য কেমিকেল এ ভরপুর , পর্যাপ্ত অগ্নি প্রতিরোধক ব্যবস্থা নেই , আগুন লেগে গেলেও দমকল বাহিনীর পৌছানোর পথ নেই!
এই সব বিষয়কে মাথায় রেখে কমিউনিটি অ্যাকশন অগ্নি প্রতিরোধ এবং আগুন লেগে গেলে তাৎক্ষণিকভাবে কী করণীয় তা নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক মেজর এম.এম.মতিউর রহমান এই কর্মশালা পরিচালনা করবেন (সাথে থাকবেন অন্যান্য বিশেষজ্ঞগণ)। ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এর বার্ন ইউনিট এর প্রধান প্রফেসর সামান্ত লাল সেন
(সেই দুর্ঘটনার পরের দিন সকালে আমরা অনেকেই টিভিতে যাঁকে দেখেছি ) তার মর্মান্তিক অভিজ্ঞতা এবং ডাক্তারি পরামর্শ দেবেন ।
৬১ নং ওয়ার্ড কমিশনার আলতাফ হোসাইন (যাঁর সাহায্য ছাড়া এই কর্মশালা আয়োজন করা দুঃসাধ্য হয়ে উঠত ) তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখবেন । রহিমআফরোজ এর সহযোগিতায় এই কর্মশালাটির আয়োজন করা হচ্ছে ।
ফেইসবুক ইভেন্ট
বিকেল ৩ টা থেকে শুরু হয়ে কর্মশালা চলবে ৬ টা পর্যন্ত । এই কর্মশালা একদিন ব্যাপী হলেও এর মূল লক্ষ্য হলো আরো বড় ।
এক দীর্ঘমেয়াদী এবং বিশাল প্রজেক্টের সূচনা হচ্ছে এই কর্মশালার মধ্য দিয়ে । কীভাবে এলাকাবাসীকে আরো সচেতন করা যায়, ঝুঁকির পরিমাণ হ্রাস করা যায়, বিভিন্ন কারখানায় fire extinguisher জাতীয় কিছু দিয়ে সাহায্য করা যায় কীনা ইত্যাদি বিষয় নিয়ে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপগুলো নেয়া হবে ।
একদিনে অগ্নি প্রতিরোধ করা সম্ভব নয় । তরুণতরদের সাথে নিয়ে কমিউনিটি অ্যাকশন কাজটি করছে (যারা আসলে তরুণদের নিয়েই গঠিত ! এদের গড় বয়স জানলে মাথা খারাপ হয়ে যাবে! পড়া শোনার ফাঁকে কী করে এঁরা এত গুরুত্বপূর্ণ লোকদের ম্যানেজ করছে, এত ছোটাছুটি করেছে আমার ছোট্ট মাথায় আটে না! )
আসুন আমরা সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানাই , আমাদের প্রার্থনায়, দোয়ায়, শুভকামনায় এঁদেরকে রাখি ।
ভবিষ্যতকে গড়বে তো এরাই!
"We shall never know all the good that a simple smile can do."
Mother Teresa
অগ্নি প্রতিরোধ করার এই শুভ পরিকল্পনা সফল হোক , সকলের মুখে হাসি ফোটানোর জন্য কমিউনিটি অ্যাকশন এর এই দলগত প্রচেষ্টা অব্যাহত থাকুক - আমরা সবাই এই কামনাই করছি ।