ইন্টারনেটে বসে ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দেই – কত ধরণের জ্ঞানের যে আধার এই ইন্টারনেট ! সারাবিশ্বের ছোট বড় সব ধরণের জ্ঞানের এক অতুলনীয় সমাহার । কিন্তু হায়, সারাবিশ্বের আর সবকিছুর খবর রাখতে গিয়ে আমাদের এই ছোট দেশটা সম্পর্কে জানার সময়টুকু আর আমাদের হয়না । আর PC বা ল্যাপটপ এর সামনে বসে থাকতে থাকতে বই নিয়ে বসার সময় কই?
তাই computer এ বসেই, স্বল্প সময়ে মাতৃভূমি বাংলাদেশ সম্বন্ধে জানার জন্য কিছু উপকারী website এর লিংক এই পোস্ট এ দিলাম – অনেকেই হয়তো আগে থেকেই লিংক গুলো জানেন । তারপরও যারা জানেন আর যারা জানেন না, তাদের সবাইকে অনুরোধ নিজের দেশ, নিজের জেলা, নিজের জন্মস্থান, নিজ দেশের গর্বের স্থান গুলো সম্পর্কে একটু জানুন । কারণ, নিজের ঢোল নিজেকেই পিটাতে হয়, অন্যকে দিলে ফাটিয়ে ফেলবে যে ! কোথাও দেশ নিয়ে কথা উঠলে আমরাও যেন আমাদের দেশ নিয়ে গর্ব ভরা বাস্তব কিছু কথা শুনিয়ে দিতে পারি।
লিংক সমূহ :
১। বাংলাপিডিয়া (বাংলা)
২। বাংলাপিডিয়া (ইংরেজি)
৩। বাংলাদেশ সরকারি ওয়েব পোর্টাল
৪। বাংলা উইকিপিডিয়া
বি: দ্র: আমি হয়তো এই কয়েকটা মাত্র webstie এর এ লিংক জানি, আশা করছি আপনারা আরও লিংক comment এ দিবেন । নতুন কিছু জানা হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৭