http://pixtube.tk/di-LGMM.gif
ডেমোটি অরিজিনাল সাইজে দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন।
ডেমোটি ৮০০ KB সম্পুর্ণ লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন...
ডেমোটিতে আমি লিখেছিলাম "i has an pen"। আর এখানে যে ভুল গুলা ছিল...
1. প্রথম অক্ষর বড় হাতের হয় কিন্তু আমি "i" ছোট হাতের দিয়েছিলাম। WhiteSmoke ভুলটি শো করছে খেয়াল করুন ডেমোটিতে।
2. "I" ফার্স্ট পারসন তাই এর সাহায্যকারী Verb "have বা had" হয়, "has" নয়। এই ভুলটাও শো করছে।
3. "pen" এর প্রথম অক্ষর "P" Consonant তাই Pen এর আগে "a" হবে, "an" নয়। এই ভুলটিও শো করছে।
4. আমি "pen" কথাটি দিয়ে বাক্যটি শেষ করেছিলাম তাই pen এর পরে ফুল স্টপ দিতে হত। কিন্তু আমি দিয়েছিলাম না। এই ভুলটিও সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছে।
এরপর খেয়াল করুন আমি উপরে দেখানো ভুলগুলোতে ক্লিক করে সেগুলা কারেক্ট করে দিয়েছি।
যেভাবে White Smoke ব্যবহার করবেনঃ
আপনি যেকোন টেক্সক্ট বক্সের টেক্সটই চেক করতে পারবেন, শুধু "F2" প্রেস করলেই হবে। এছাড়াও আপনি যদি মনে করেন সব টেক্সট চেক করবেন না। তাহলে আপনার যতটুকু চেক করার দরকার ঠিক ততটুকু সিলেক্ট করে "F2" প্রেস করুন। তাহলে আপনার সিলেক্ট কৃত টেক্সট গুলোই পরীক্ষিত হবে। এরপর সব ঠিক করার পর "Apply Changes" বাটনে ক্লিক করলে টেক্সট বক্সের লেখার সাথে রিপ্লেস হয়ে যাবে। এছাড়াও আপনি মেনুয়ালি কপি পেস্ট করেও নিতে পারবেন। সফটওয়ারটি সবুজ রঙের লেখা দিয়ে গ্রামাটিক্যাল ভুলের নির্দেশনা দেয়। এবং লাল রঙের লেখা দিয়ে বানান ভুলের নির্দেশনা দেয়। আমার ডেমোটিতে করা ভুল গুলো সবুজ কালী নির্দেশিত ছিল অর্থাৎ আমার কোন বানান ভুল ছিল না, শুধু গ্রামাটিক্যাল ভুল ছিল। সফটওয়্যারটি সিস্টেম ট্রেতে সব সময় রান অবস্থায় থাকে তাই যেকোন সময় সেখানে ক্লিক করেও ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আরও একটি সুবিধা আছে। এটি আপনার লেখার মান কিরকম হল না হল সেটা ডান সাইডে শো করে। ফেয়ার, গুড, এক্সিলেন্ট, পোর ইত্যাদি...
যেভাবে কম্পিউটারে সেটাপ দিতে হবেঃ
১। প্রথমে এখানে ক্লিক করে White Smoke 2012 ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড শেষে সাধারন ভাবে ইন্সটল করে নিন।
৩। ইন্সটল শেষে এক্টিভেশন কোড চাইবে। এক্টিভেশন কোড দিয়ে "Continue" বাটনে ক্লিক করলেই কাজ শেষ।
৪। এক্টিভেশন কোড "2647842824"
এক্টিভেশন কোড আপডেটেড 19-06-2013 "1153188729"
"3928029956" আপডেটেড 24-06-2013
"3387765975" আপডেটেড 28-06-2013
"4106632415" আপডেটেড 05-07-2013
"2644854800" আপডেটেড 14-07-2013
আর হ্যা সফটওয়ারটি ফ্রিতে ৩ দিনের বেশী ইউজ করা যায় না। তাই ৩ দিন পর এক্টিভেশন কোড আপডেট করে দিবো এই পোস্টে। ৩ দিন পর পর আবার নতুন এক্টিভেশন কোড দিলে আবার সফটওয়ারট চালু হয়ে যাবে। সফটওয়ারটির লাইসেন্স কিনতে হলে আপনাকে প্রতি বছর ৮০ ডলার গুনতে হবে।
আর এই সফটওয়ারটি স্থায়ী ভাবে ক্র্যাক/ প্যাচ করার কোন বুদ্ধি নাই। কারন এটা অনলাইন বেসড সফটওয়ার। এবং এটা যতবার নেটের সাথে কানেক্ট হয় ততবারই White Smoke সার্ভার থেকে লাইসেন্স কোডের ভ্যালিডিটি চেক করা হয়। আর তাই তিন দিন পর পর লাইসেন্স কোড আপডেট করে ব্যবহার করাটায় ভাল। ৮০ ডলারের হিসেবে একদিনের ব্যবহার যোগ্য লাইসেন্সের দাম ১৮ টাকা অর্থাৎ ৩ দিনের লাইসেন্সের দাম ৫৪ টাকা। চিন্তা করবেন না আমি ৩দিন পর পর লাইসেন্স কোড আপডেট করে দিব। আপনারা শুধু কোডটি কপি পেস্ট করে নিবেন তাহলেই রিএক্টিভ হয়ে যাবে।
সবার জন্য শুভ কামনা সবসময়...
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২