বাইরে ব্যস্ত শহর,ভেতরে গুমোট অন্ধকারে আমি
এ শহর জেগে ওঠে রাতে,
সারাদিন অফিস কিংবা কারখানায় মুখ বুজে থাকা মৃত মানুষগুলো ছুটির ঘন্টার শব্দে বেঁচে ওঠে আরেকবার,ফিরে আসে জীবনে,প্রিয় মানুষগুলোর কাছে,শুধুই আমার ফিরে যাবার কোন জায়গা নেই।
সন্ধ্যা ঘনায় নিস্তব্ধ বিকেল শেষে,
পাতাঝড়া আর রোদহীন শীতের বিকেলগুলোর মত নিস্প্রান সময়,
আমার কোথাও যেতে ইচ্ছে করে না,খুব ক্লান্ত লাগে ।
ঝলমলে আলোর বিপনীবিতান,সুন্দরীদের হাস্যোজ্বল চেহারাগুলো আমাকে টানেনা,
আমার শুধু ক্লান্ত লাগে।
আমার গন্ডি বড়জোর মোড়ের ফার্মেসী,
মাথাব্যথার ওষুধ নিয়ে ধীরপায়ে ফিরে আসি আবার আমার অন্ধকারে।
কদাচিৎ ভেতরটা চিৎ কার করে ওঠে-
হে জীবন,তুমি এত নিঃস্ব কেন?