নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রীর পরিবারের ছয় সদস্য তাঁর সঙ্গে অবস্থান করবেন। তাঁরা হলেন ছোট বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে আজমিনা সিদ্দিক, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও তাঁর স্বামী খন্দকার মাশরুর হোসেন
বিশেষ ব্যক্তিত্বরা হলেন কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা ও মুহাম্মদ সামাদ, সাবেক আমলা এ জে এম আবদুল আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কোরাইশী, শেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, ছাত্রলীগের সাবেক নেতা ইকবাল হোসেন মিয়া, আনোয়ার হোসেন ও আখতার হোসেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, যুবলীগের (উত্তর) সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী মো. শাহজাহান মিয়া।
অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০০৮ সালের ২-৩ আগস্ট কলম্বো সফর করেন। এ সময় তাঁর সঙ্গে যান ২৮ জন। দ্বিপক্ষীয় সফরে ওই বছরের ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর তিনি ২৬ জন সফরসঙ্গী নিয়ে চীন সফর করেন। ২০০৭ সালের ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ২২ জন। একই বছরের ১৬ থেকে ২৪ ডিসেম্বর তিনি সৌদি আরবে হজ পালন করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ১৫ জন।
দুঃখ কই রাখি।
Click This Link