সকালে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে বাহিরটা দেখে নিলাম, দেখলাম খুব তুষার-পাত হচ্ছে, মনে আশঙ্কা, প্রোগ্রামটা সফল হবে তো ! ল্যাবে গিয়ে মন বসলনা, কিন্তু প্রফেসর আমাকে ডেকে নিয়ে কাজ বুজিয়ে দিচ্ছিলেন, বন্ধুর ফোনকলে সম্বিত ফিরে পেলাম, একটা ফাইল নিয়ে দোড় দিলাম। ফাইলে ছিল অনেকগুলো লিফলেট আর কিছু ছোট পোস্টার, প্রোগ্রামস্থলে গিয়ে দেখি নির্দিষ্ট সময়ে সবাই হাজির! আমি ছাড়া । ৪০ জন ছাত্রছাত্রী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানব বন্ধন শুরু করে দিয়েছেন, দেখে খুশিতে মনটা ভরে গেল, কারন এর আগে এই শহরে এইধরনের মানব বন্ধন হয়নি, এত লোকও হয়নি। তাপমাত্রা ছিল মাইনাস - ১৫ ডিগ্রি সেলসিয়াস, ঠাণ্ডায় জমে যাচ্ছিলাম সবাই। কিন্তু আবেগ যেখানে প্রবল, প্রতিকুলতা সেখানে অসহায়। প্রায় ১ ঘণ্টা সময় ধরে সবাই দাড়িয়ে ছিলাম, চারপাশের মানুষ জমে গেল। আমাদের দেখে যতনা অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে ইন্ডিয়ার বাঁধ বানানোর কথা শুনে, একটি দেশ কিভাবে অন্য একটি দেশকে শুকিয়ে এবং ভাসিয়ে মারার কাজ হাতে নিতে পারে ! অবশেষে হৃদয়ের কোনে, দেশের জন্য ক্ষুদ্র একটি ভালবাসা জমা দিয়ে মানব বন্ধন শেষ করে কাজে ফিরে আসি।
ভিডিও লিঙ্ক নিউজ, সুইডেন
নিউজ ডেনমার্ক
বংলাদেশ