
তো ফেবু ব্যবহারের অভিজ্ঞতা সম্বল করিয়া মোটামুটি ছাইয়া চিনিবার এলেম অর্জন করিয়াছি। এই পর্যন্ত লাঠিয়াল বাহিনী র্যাবের মত কখনোই ভুল করিয়া ছাইয়া মারতে যাইয়া মাইয়া মারি নাই।

আর তাই যখনি দেখিলাম একখানা ফটূক নিয়া নতুন এক ফেবু প্রোফাইল, সাথে মাত্র ৭ জন ফ্রেন্ড, পেয়াদা গুগলকে আদেশ দিলাম দেখতো বাছা এই নারির কি সমাচার। পেয়াদা আমার জাদুর আয়না মতান্তরে গুগল ইমেজকে জিজ্ঞাসা করিল দেখতো জাদুর আয়না এই রুপসির মত আর কোন রুপসি আছে কিনা এই ধরাধমে। জাদুর আয়না অবাক হইয়া কহিল এই রুপসির চাইতে রুপসি নাই এইটা সত্য, কিন্তু এই রুপসিই আছে কয়েকখানা। কি তাহাদিগের রুপ কি তাহাদিগের নামের বাহার।খালি সবার চেহারা এক।আফসুস।


আমি হাসিলাম, বুঝিলাম আমার এলেম বৃথা যায় নাই। ঠিক করিলাম রাজ্যের নিরিহ নাগরিকদের স্বার্থে এই ছাইয়াকে অচিরেই ধ্বংস করিতে হইবে। যেহেতু আমি প্রিন্স, তাই একাই ঢাল তলোয়ার হাতে আগাইয়া গেলাম। বুকের ভিতর বিশাল আত্মবিশ্বাস, ছাইয়ারা সাধারনত দুর্বল হয়।

যাইয়া প্রথমেই জিজ্ঞাসার অস্ত্র ছুরিয়া দিলাম, শুধাইলাম "এইটা কাহার ফেক প্রফাইল ভাই?ছবিটাতো অন্তর্জালে এভেইলেবল। এরকম এভেইলেবল ছবি দিয়ে কেউ ফেক আইডী খুলে?

ভাবিয়াছিলাম উত্তর আসিবে না, এর আগেই ছাইয়া মরিবে বা লেজ গুটাইয়া পালাইবে।কিন্তু একটু পরেই বুঝিলাম এ সাহসি ছাইয়া। দেখিলাম শা করিয়া প্রতিউত্তর অস্ত্রের তীর আসিয়া আমার সামনে পরিল।আর একটু হইলেই টাল মাটাল হইয়া যাইতাম।যাই হোক এইসেই প্রতিউত্তর অস্ত্র
eita internet e available??? only 2 persons knows this pic. me and another one who is not part of my life now. can u give me the link please
একটু ভেবাচেকা খাইলেও হঠাত মনে পরিল আলিফ লায়লার কেহেরমান দৈত্য এখন আমার কবজায়।তাহাকে শুধাইলাম, আকরাব আকরাব, নিয়ে আয় সেইসব ললনাদের, ৪৮ ঘণ্টার মধ্যে, যাহার দেখিতে এই ছাইয়ার মত

কেহেরমান আনিয়ে দিল সেইসব ললনাদের, যাহাদের অন্য নাম লিঙ্ক। দেখাইয়া ভয় দেখাইলাম ছাইয়াকে, এখনই বশ্যতা স্বীকার কর, না হইলে ক্রুসেডার ১০১ কে ডাকিতেছি, তাহারা আমার এলিট বাহিনী, গুমে পারদর্শী।
ছাইয়া হাসিল, হাসিয়া পুনরায় আঘাত করিল
thanks for the link . may be its time for me to go back 4 years and check the person. and i'll be happy if u delete ur irrelevant comments।

আমি বুঝিলাম ইহা যে সে ছাইয়া নহে, কোন মায়াবিনি ছাইয়া।৪ বৎসর আগের এক কুলাঙ্গার কিভাবে তাহাকে ছাইয়া বানাইয়াছে এই ইতিহাস বলিয়া আমাকে তাহার প্রতি দুর্বল করিবার ইচ্ছা। বুঝিতে পারিলাম লুল হওয়ার সুবাধে ইহাকে বধ করা আমার পক্ষে সম্ভব নহে।

তাই তাহাকে কিঞ্চিত আহত করবার উদ্দেশ্যে শেষ অস্ত্রটি ছুরিয়া দিয়াই পালাইলাম
apnar arekta pic upload koren...den comment irrelevant hole delete kore dibo.....
কিন্তু কাজ হইলো না, উপরন্ত ছাইয়া আমার পলায়নপর অবস্থা দেখিয়া হাসিল আর আমার ধরিয়া আনা সুন্দরিদের লিঙ্কু গুলো মুছিয়া দিল। বুঝিতে পারিলাম এই ছাইয়া শুধু মায়াবিনীই নয়, অতিব সাহসি, বুদ্ধিমান ও অতীব সূক্ষ্মচালের ছাইয়া।

অতএব আমার মত সাধারন প্রিন্সের এই ক্ষেত্রে বসিয়া বসিয়া আঙ্গুল চুষা ছাড়া কোন কাজ নাই, আর মাঝখান দিয়া বন্ধু জুকারবার্গ প্রদত্ত একাউন্ট খানা ব্লক খাইয়া ছাইয়ার বিনোদন থাকিয়া বঞ্চিত হইতে চাই না।
অতঃপর ছাইয়ার নিশ্চিত ভবিষ্যত সাফল্য কামনা করা ছাড়া আমার আর কোন উপায় রহিল না। রাজপ্রাসাদ মতান্তরে ব্লগে আসিয়া একখানা বিজয় গাথা মতান্তরে পোস্ট দিয়াই খেমতা দিলাম

(শিল্পীর চোখে এই সেই ঐতিহাসিক যুদ্ধের স্ক্রীন শর্ট)

এইগুলা হচ্ছে জাদুর আয়নার বাইর করা ছাইয়া আফার পিকচারের লিঙ্কু।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১২ রাত ২:৩১