দেশের ঘটনাঃ
ঘটনা একঃ রাস্ট্রপতি কর্তৃক ফাসির আসামির দন্ড মাফ
পা্বলিকঃ হায় হায়, এ ঘো্র অন্যায়, কলিকাল, দেশ কি মগের মুল্লুক হয়ে গেল?
সরকারঃ এটি রাস্ট্রপতির সাংবিধানিক অধিকার।তিনি যে কাউকে ক্ষমা করতে পারেন
মন্তব্যঃ তাহলে সবাইরে ক্ষমা করেন না কেন?

ঘটনা দুইঃ সাগর রুনির হত্যা রহস্যর কোন কুল কিনারা হচ্ছে না
পাবলিকঃ দেশে কি আইন শৃঙ্খলা বইলা কিছুই নাই, আমরা কি কিছুই জানতে পারমু না।
পুলিশঃ প্রনিধানযোগ্য অগ্রগতি হয়েছে
আদালতঃ সাগর রুনি হত্যা রহস্য নিয়ে কোন বিবৃতি দেওয়া যাবে না।
মন্তব্যঃ মুখ বন্ধ কইরা কি অগ্রগতি আনলা একটু কও।

ঘটনা তিনঃ রোড সাইডে পার্কিং এর দায়ে ৫ টি গাড়ির ও তিনটি সিএনজির বিরুদ্ধে বিরুদ্ধে মামলা (আমার নিজের দেখা ঘটনা

গাড়ির মালিকঃ আমি জাস্ট গাড়ি থেকে নামছিলাম, এতেই মামলা করে দিলেন, গাড়ির কাগজপত্রে কোন কিছুতে ত্রুটি না পাওয়ার পরেও এত মামলা?
ট্রাফিক পুলিশঃ আইন ভংগ করছেন আবার আমারে আইন দেখান, দেখি আপনার গাড়ির ফিটনেস সার্টীফিকেট?
মন্তব্যঃ আর সারা ঢাকার রাস্তায় এত ফিটনেস বিহীন বাস,ড্রাইভিং লাইসেন্স বিহিন চালকেরা যেখানে সেখানে বাস থামায়, পিচ্চি পিচ্চি ১৮ মাইনাস পোলারা লেগুনা চালায় এইগুলা চোক্ষে পরে না মমিন?

বিদেশের ঘটনাঃ
ঘটনা একঃ লিবিয়ায় বিদ্রোহিদের বিরুদ্ধে গাদ্দাফি বাহিনীর অভিযান
পাবলিকঃ এবার নির্ঘাত গাদ্দাফিরে ধরছে আম্রিকা।
আমেরিকাঃ একনায়ক সন্ত্রাসির বিরুদ্ধে এই যুদ্ধ জিততেই হবে, লিবিয়ার সাধারন মানুষকে মুক্ত করতেই হবে।
মন্তব্যঃ কিসের লাইজ্ঞা এত দরদ?

ঘটনা দুইঃ গাজায় ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলা
পাবলিকঃ কি নিশ্রংস, নিষ্ঠূর
আমেরিকাঃ নিজদের রক্ষার অধিকার ইসরাইলের আছে
মন্তব্যঃ নিস্প্রয়োজন।

ঘটনা ব্লগের
ঘটনাঃ একজন ব্লগারকে নিয়ে ফানপোস্ট দেওয়ার জন্য প্রিন্স অফ ব-দ্বীপ জেনারেল

আমব্লগারঃ এই রকম একটা ফানপোস্ট এর ভিতরের কনেন্ট না দেখেই এভাবে জেনারেল করা অন্যায়। যাকে নিয়ে এই পোস্ট তিনি নিজেওতো পোস্ট প্রিয়তে নিয়েছিলান।

মডুঃযেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।
মন্তব্যঃ যার বিয়া তার খবর নাই পারাপড়শীর ঘুম নাই, যারে নিয়া পোস্ট তার গায়ে লাগলো না, লাগলো মডুর, ব্লগে কত ব্যক্তি আক্রমনাত্বক পোস্ট হইলো, কাউরে কি কিছু কইছিলা? মাত্র দুই মাসের একজন ছাইয়া ব্যক্তি আক্রমন কইরা একের পর এক পোস্ট দেইয়ার পর কেমনে ওয়াচ থেইকা জেনারেল হয়? জবাব আছে?

কি ভাই ও বোনের কি বুঝলেন? ওপরের প্রত্যেকটি ঘটনায় আইন কপচানো হয়েছে, আইনের মারপ্যাচ দেওয়া হয়েছ, আপনি আমি নিশ্চই দোষ অস্বীকার করতে পারবো না, কিন্তু ন্যায়বিচার কি পাওয়া গেছে? নিশ্চই না।কিসের ভিত্তিতে বলছি? বিবেক বুদ্ধি, নিজের বিচার বুদ্ধি দিয়ে।
একটা কথা সবসময় বলতে চাই আইন আর ন্যায় দুইটা দুই জিনিস। আইনের শাসন থাকবে, কিন্তু বিচার করতে হবে ন্যায়, বিচার বুদ্ধি, বিবেক ও বিচক্ষনতা দিয়ে। যদি সবই আইনের রুলস অনুসারে হত তাহলে মানুষ বিচারকের কোন দরকার হত না। সব সফটওয়ার নির্ভর হতো। সফটওয়ারে আইন ও অভিযোগের ভিত্তিতে শাস্তির পরিমান নির্ধারিত থাকত।এন্টার টীপ দিলেই শাস্তি বের হয়ে আসতো। কিন্তু তা করা হয় না কারন মেশিনের যা নাই তা মানুষের আছে। আর তা হল বিবেক বুদ্ধি, জাজমেন্টের ক্ষমতা।
শুনেছি আইন হল এক ধরনের মাকড়শার জাল। যে জালে ছোট পোকা আটকায়। কিন্তু বড় পোকা আটকায় না।আজ সারা বিশ্বে, দেশে ন্যায়বিচারের বড় অভাব। সবার কাছেই আছে আইন/সংবিধান। কেউ প্রয়োজনমত একে আকরে ধরে আর কেউবার ছুড়ে ফেলে।
সবাই বলে দেশ/পৃথিবী আজ নস্টের দখলে। আমি বলি নস্ট নয় ভন্ডের দখলে। যে নস্ট, সে সরাসরি আইন ভাংগে আর যে ভন্ড সে আইন কপচায়। এই বিশ্ব বা দেশের কথাতো ছেরেই দিলাম, ছোট্ট একটা ব্লগে ঢুকলেই এর সত্যতা বুঝতে বাকি থাকে না।
(অটঃ সামুর মডুদের ধন্যবাদ আমাকে খুব তাড়াতারি সেফ করে দেওয়ার জন্য। আর অনেকের কাছেই কৃতজ্ঞতা এই দুঃসময়ে পাশে থাকার জন্য)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১২ রাত ৯:২০