পেট্রা। জর্দানের মানেতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থান। খ্রিস্টপূর্ব ৬ষ্ট শতকে এখানে একটি নগর গড়ে তুলেছিল নবটিয়ানরা; এরা ছিল দক্ষিণ জর্দানের সেমিটিক জাতি-তাদেরই শিল্প ভাবনার ছাপ পড়েছে পেট্রা নগরে ... তাদের স্থাপত্য শৈলী আজও অভিভূত করে বিশ্ববাসীকে।
জর্দানের মানচিত্র। পেট্রা গ্রিক শব্দ। অর্থ পাথর।
পুরো নগরই তৈরি হয়েছিল লাল পাথর কেটে। পুরো প্রেট্রা নগরে ৩,০০০ বিভিন্ন আকারের দলদালান পাওয়া গিয়েছে। পেট্রা নগরের অধিবাসীর জীবন নগরকেন্দ্রীক হলেও মূল উৎপাদিকা ছিল কৃষি ...
পেট্রা নগরের মানচিত্র
পেট্রাবাসী সেমিটিক বলেই কথা বলত আরামিয় ভাষায় । যিশুর মাতৃভাষা ছিল আরামিয় ...
The extent of Nabatean trade resulted in cross-cultural influences that reached as far as the Red Sea coast of southern Arabia. The gods worshipped at Petra were headed by Dushara and al-Uzza.
২০০৭ সালে নতুন ৭টি আশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে এ নগর।
বহু বছর স্বাধীন ছিল পেট্রা নগর । পরে রোমানরা নগরটি দখল করে নেয় তবে নগরের উন্নতি অব্যাহত থাকে। নগরের অনেক ভবনেই নবটিয়ান আর রোমান স্থাপত্যশৈলীর মিশ্রণ লক্ষণীয়
রমনীয় রাত্রির পেট্রা
এই দৃশ্য হাতছানি দেয়
নবটিয়ানদের স্থাপত্য শৈলী আজও অভিভূত করে বিশ্ববাসীকে।
পেট্রা নগরীরর আরও ছবির জন্য
Click This Link jordan
তথ্য: উইকিপিডিয়া এবং পূজাবার্ষিকী ১৪১৭ আনন্দমেলায় ঋষিতা মুখোপাধ্যায়ের একটি নিবন্ধ।
ছবি: ইন্টারনেট