ব্লগের ইউজিবিলিটি আমার মতে বর্তমানে ভয়াভহ অবস্হায় আছে। বিচ্ছিন্ন ভাবে নানান পোষ্টে/কমেন্টে এই সমস্যাগুলো আসছে। এই পোষ্টটিতে সবাই যার যার প্রান্তে সমস্যাগুলো জানান। একসাথ করে সবাই মিলে ফিডব্যাকে পাঠানো যাবে।
আমি কয়েকটি দিচ্ছি:
১. ২৪ ঘন্টার প্রায় সর্বদাই ব্লগ অসম্ভব রকম স্লো
২. লগইন করতে সমস্যা
৩. পোষ্ট করতে গেলে ডাটাবেজ এরর/পেজ ক্যাননট বি ডিসপ্লে ইত্যাদির কারণে রিফ্রেসের ফলে একই পোষ্ট ২ বার আসা
৪. পোষ্ট করলে ৫-১০ মিনিট পর প্রথম পাতায় আসা
৫. হিট কাউন্টার মাঝে মাঝেই অচল হয়ে যাওয়া
৬. ব্লগারদের নাম বামদিকে ছবি অনুসারে দেখতে না পারা
৭. কমেন্ট করলে কমেন্ট দেখতে না পারা (বিশেষত: ১ নং কমেন্ট)
৮. পোষ্ট করা মাত্রই পোষ্ট গায়েব হয়ে যাওয়া
৯. কমেন্টের ঘরে ইউনিকোড কনভার্টার কাজ না করা
১০. কোন রকম আগাম জানান দেওয়া ছাড়াই মাঝে মাঝে ব্লগ ডাউন হয়ে যাওয়া
.......ব্লগারদের কাছ থেকে যেগুলো আসছেঃ
১১. প্লাস/মাইনাস, প্রিয়তে নেয়া, রিপোর্ট বার দেখতে না পাওয়া/২-৩ মিনিট পর দেখতে পাওয়া
১২. মডারেটেড কমেন্ট গ্রহণ করার ১০ মিনিট পর সেটি আপডেট হয়, যেটি আগে সাথে সাথেই হত
১৩. কোন পোস্টে কমেন্ট করার জন্য "মন্তব্য প্রকাশ করুন" বাটনে চাপ দিবার পর পেইজ রিফ্রেশ না হয়ে হ্যাঙ্ করে, পরে দেখা যায় "সাম্প্রতিক করা মন্তব্যের" তালিকায় চলে এসেছে কিন্তু পোস্টে কোন মন্তব্য নেই। সেই মন্তব্য পোস্টে হাজির হতে আরো দশ মিনিট অপেক্ষা করা লাগে
১৪. পোষ্ট প্রকাশ করার পর প্রথম পাতায় না আসা
১৫. প্রথম পাতায় আসলে "সার্ভার ডাউন" নোটিশটি দেখতে পাওয়া ctrl+F5 দিয়ে এটার সমাধান দেওয়া হয় কিন্তু সমস্যাটার সমাধান করা হয়নি
১৬. সাম্প্রতিক ব্লগ দেখেছেন এই তালিকাটি খালি/আপডেট না হওয়া
এইরকম সমস্যা চলতে থাকলে অন্যদের কি হবে জানি না...আমি বোধকরি লগইন করতে আগ্রহ হারিয়ে ফেলবো....
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:৪৩