১)
আমার দৃষ্টিতে ২০ বছরের নিচের কোন মানুষের একা একা এই শহর ভিজিট করা ঠিক হবে না। আবার ফ্যামিলি নিয়েও এই শহর ভিজিট করা একেবারেই অসম্ভব।
২)
৩) নৌকানিয়ে খাল ভিজিট করাই হলো এই শহরের অন্যতম আকর্ষন।
৪) জানিনা জীবনে কোন দিনই কি এই পানি বারে কিংবা কমে না!!
৫)
৬) এই রকম কতশত খাল আর ব্রিজ যে আছে তা বলা মুশকিল।
৭)
৮) রাস্তার ধারে এই রকম মুর্তিরও নেই অভাব।
৯) রাস্তার ধারে গারি পার্কিংএর যায়গা না থাকলেও সাইকেল পার্কিং এর যাগা ঠিকই থাকবে।
১০) রেডলাইট ডিস্ট্রিক্ট।
১১) রেডলাইট অন্চল।
১২)
১৩) দৃশ্যগুলো দেখতে মোটেও খারাপ লাগে না।
১৪) সেন্ট্রাল স্টেষন।
১৫)
১৬) এইরকম ডবল বাস পুরু ইউরুপ জুরেই দেখা যায়।
১৭) পিচ ঢালা এই পথটারে ভাল বেসেছি..........লা লাললা লা লা লা..
১৮) রাস্তার ধারে সাইকেল।
১৯) সাইকেলের জন্য আলাদা রাস্তা।
২০) নেমে পরলাম খালে, নৌকা নিয়ে।
২১) একঘন্টার ট্যুর ১৩ ইউরু। আমি স্টুডেন্টস ডিসকাউন্টে ৮ ইউরুতে পেয়েছিলাম।
২২) এই রকম নানান ধরনের অসংখ্য ব্রিজ সবাইকে আকৃষ্ট করে।
২৩) কোন কোন ব্রিজ আবার খুলেও রাখা যায়।
২৪) এই রকম দৃশ্য অনেক দেখেছি ক্যালেন্ডারের পাতায়।
২৫)
২৬)
২৭)
২৮)
২৯)
৩০)
৩১)
৩২)
৩৩)
৩৪) পার্ক, মাঠ না থাকাতে এইভাবে খালের পাশে বসে বসে আড্ডা দেয়াই পুলাপাইনের কাজ।
৩৫)
৩৬) আমাকে ছবি তুলতে দেখে দুষ্ট ছেলে আমাকে ভিজিয়ে দিতে উদ্দ্বত হয়.... শালা বান্দর
৩৭)
৩৮)
৩৯)
৪০)
৪১) চিনারা কোথাও কম যায় না। চাইনিজ রেস্টুরেন্ট।
৪২)
৪৩) সেক্স মিউজিয়াম।
৪৪) এই নৌকায় চরে আমি ঘুরেছি।
৪৫)
৪৬) এই দৃশ্যটাকে মনে হয় স্থানিয়রা তাদের ঐতিহ্য মানে। কারন বিভিন্ন গিফট আইটেম দেখলাম এই কয়েকটি বিল্ডিং এর দৃশ্য নিয়ে।
৪৭) সিটি ট্যুর বাস।
৪৮) ডিজিটাল ফকির.......।
৪৯) স্টাচুটা কিন্তু খুব বেশি ভাল মিন করে না, এর ঠিক পেছন থেকেই শুরু হয়েছে সেই রেড.......................
৫০) ম্যাদাম তুসুদ যাদুঘরের সামনের চত্তর। সবাই এসে এখানে গ্যাদারিং করে ওছব তুলে। কবুতর কেহ ধরে না...........
৫১) ম্যাদাম তুসুদ মিউজিয়াম।
৫২)
৫৩)
৫৪)
৫৫) হা হা হা, ভেরি ফানি গাই ফ্রম ভুজপুরি। আমি এই বেডার হোস্টেলে থাকতাম। আমার সাথে বেশ মজা করত মজাদার এই লোকটি।
৫৬) সাইকেল পুলিশ। অতিরিক্ত চাপা ও উচু নিচু গলি থাকায় সাইকেল নিয়ে অনেক পুলিশকে দেখা যায়।
৫৭)
১৮+ বলার কারণ।
আপনি শহরে পা রেখে যদি কাউকে জিজ্ঞেস করেন, এই শহরে কি কি দেখার মত আছে? সবাই প্রথমে আপনাকে যেই জিনিসের নাম বলবে সেটা হলো, ''রেডলাইট ডিস্ট্রিক্ট''। অথবা আপনি যদি সে দেশের সরকারি কোন ট্যুর গাইড বই কিনেন কিংবা ফ্রিতে সংগ্রহ করেন এবং সেই বই ফলো করতে যান তাহলেও আপনার নজরে প্রথমেই পরবে সেই ''রেডলাইট ডিস্ট্রিক্ট''।
কি এই রেডলাইট ডিস্ট্রিক্ট??
এটি একটি সরকারের বৈধ পতিতালয়। পতিতালয় বললে ভুল হবে, এটাকে একটি শহরই বলা যেতে পারে। খালের চারপাশ দিয়ে সাজানো দালান গুলোতে কাপরের দোকানে সাজানো প্লাস্টিকের পুতুলের নেয় বিভিন্ন ভংগিতে দাড়িয়ে, বসে কিংবা হেলান দিয়ে দাড়িয়ে আছে বিভিন্ন বয়সি মডেল। গায়ে পুশাক বলতে কেবল একটি গিফটের প্যাকেট বাধার সুতোর মতো পাতলা সুতু। সেটাও আবার দর্শকদের চাহিদার ফলে সরিয়ে সারা শরীরও দেখিয়ে কাস্টমারকে আকৃষ্ট করতে তারা দ্বিধা বোধ করে না। সকল বয়সের সকল কালারের মডেল পাবেন আপনি।
জানালার মত করে বানানো কাচের ওপাশের মডেল দেখে আপনার পছন্দ হলে হাতের ঈশারায় সে আপনাকে ভিতরে নিবে, তারপর আপনি দামাদামি করে মিট হলে আপনি আপনার মনবাসনা পুর্ন করতে পারবেন।
এটো অনেক বড় একটি এলাকা। সন্ধার আগ মুহুর্ত দিয়ে প্রতিটি বিল্ডিং এর চার পাশ দিয়ে ছোট ছোট লাল রঙের লাইট জ্বালিয়ে দেয়া হয়। আর দেয়া হয় পুলিশি কড়া নিরাপত্তা। ছবি তুলা একেবারেই নিষেধ। কিছু কিছু দোকানে ছেলে মডেলরাও নিজেদের বিক্রেতা হিসেবে মেয়ে খরিদ্দারের অপেক্ষায় আছে।
আমার মাথায় কিছুতেই ঢুকতেছিল না যে, কিভাবে এই তুলকালাম দেখার জন্য লক্ষাধিক টুরিষ্টের আগমন ঘটে প্রতিটি বিকেলে। ইউরুপ আমেরিকা, চিন জাপান কোরিয়া, অস্ট্রলিয়া আর কানাডার লোকজনই এই শহরে গিয়ে থাকে। আমাদের অন্চলের ফ্যামিলিরা কখনোই যেতে পারবে না এই অন্চলে।
রেডলাইট এলাকার বাহিরে শহরের অন্যান্য এলাকাও নিরাপদ নয়। সেক্স মিউজিয়াম, সেক্স শপ এটা যেন অন্যান্য দোকানের মতই। এখানে কি বিক্রি হয় সেটা না হয় গুগল থেকেই আপনারা জেনে নিন। আর রয়েছে অসংখ্য ক্লাব, যেখানে লাইভ শো দেখানো হচ্ছে। আর তার সাউন্ড চলে আসছে বাহিরে। কাজেই আপনার ছেলে মেয়ে, কিংবা ভাই বোন, কিংবা চাচা, মামাদের সাথেও আপনার ঐ শহরে যাওয়া উচিত হবে না।
তবে শহরটির বিশ্বের অন্যান্য শহর থেকে সম্পুর্ন আলাদা, চারিদিকে খাল, আর এই খালগুলোকে যেই ভাবে নিয়ন্ত্রন করা হয়েছে যা অবাক করার মত।
আর একটি বিষয় হলো ড্রাগস। এই শহড়ে মনে হয় ড্রাগস অপেন। যত্রতত্র বসে গাজা, হিরুইন টানছে। ড্রিংসতো পুরু ইউরুপ জুরেই অপেন।
অনেক কষ্ট করে ছবি গুলো আপলোড করেছি, ভাল লাগলে বলে যাইয়েন......
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৩