৫০ বছর চলে গেছে। আজ ১২ই এপ্রিল। ইউরি গাগারিন আর বেচে নেই। কারালিয়ভের দেহভষ্ম এখন ক্রেমলিনের দেয়ালে। স্নায়ুযুদ্ধও শেষ। আমেরিকা চাদের দখল নিয়ে নিয়েছে। এই দখল এমনই এক দখল যা কেবল একয়ারই নেয়া যায়। মানব ইতিহাসের আর বৈজ্ঞানিক উতকর্ষতার খাতিরে যারা অক্লান্ত শ্রম দিয়ে গিয়েছেন, আজকের দিনে তাদের সকলকে স্মরণ করছি।
গুগলের লোগো অনেকেই দেখছেন ইতিমধ্যে। আসেন আর কি কি দেখা যাইতে পারে দেখি।
বিবিসির স্পেস রেস। চরম একটা ডকু। কারালিয়ভ আর ফন ব্রাউনের পরোক্ষ যুদ্ধ। না দেখলে চরম মিস করবেন।
BBC Space Race - Part 1 Race for Rockets
BBC Space Race - Episode 2 Race for Satellites (ডিলিট খাইয়া গেছে, আপলোডাইতেও পারতাছিনা)
BBC Space Race - Part 3 Race for Survival
BBC Space Race - Part 4 Race to the Moon
ইউটুবেও পাইবেন। ইউটিউবের কপিরাইটের পাল্লায় পৈড়া সব ডিলিট খায়। তবে একজন আপলোড করে, ভাল কোয়ালিটি। দেখতে পারেন এইখানেও, তবে ভাগ ভাগ করা, একসাথে না।
বেলকা আর স্ত্রেলকা। দুইটা কুকুর। পৃথিবীর প্রথম প্রাণী যারা মহাকাশ থেকে ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফেরত এসেছে। সোভিয়েত মহাকাশ গবেষনায় যে সকল কুকুর ব্যাবহার করা হত, এদের বেছে নেওয়া হত রাস্তা থেকে। মেট্রো ষ্টেশনের কাছ থেকে। রাশিয়ার মেট্রো ষ্টেশনগুলোতে কিছু মালিক ছাড়া কুকুর থাকে। বুড়ো-বুড়িদের দেখা যায় এদের খাবার খাওয়াতে। মাঝে মাঝে দেখবেন এক বুড়ি দাড়িয়ে থেকে কোন একটা লোমশ কালো কুকুরকে সিদ্ধ মাকারনি খাওয়াচ্ছে। বেলকা আর স্ত্রেলকা সেইরকম দুইটা কুকুর। যাই হোক অভিজাত শিক্ষিত উচ্চবংশীয় কুকুরের রাস্তার কুকুর বেছে নেওয়ার কারন হল, ধারণা করা হত যে রাস্তার কুকুররা অধিক কষ্টসহিষ্ণু এবং পরিশ্রমী। আর ছেলে কুকুর নেওয়া হত না। মেয়ে কুকুর নেওয়া হত। এক্ষেত্রেও উপরের কারণ প্রযোজ্য। ফকির থেকে কোটিপতি বেলকা স্ত্রেলকাকে নিয়াও ছবি বানানি হয়েছে। তবে ইংরেজী ভাষারটা খুজে পেলাম না। পাওয়া মাত্র লিংক দেওয়া হবে। তবে না দেখাই ভাল। জঘণ্য একটা ছবি বানাইছে।
অনেকদিন আগে এক সাইটে মহাকাশ গবেষনা সম্পর্কিত সোভিয়েত ইউনিয়নের যে ডাকটিকিটগুলো প্রকাশ করা হয়েছিল সেগুলোর ছবির এক সংগ্রহ পেয়েছিলাম। ডাউনলোড করে রেখেছিলাম কম্পিউটারে। ৬৬টার মত ছবি আছে। নীচে কয়েকটা দিলাম।






ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৮