ছদ্মবেশে জাদুমন্ত্রে ;
স্বাধীনতার দাম কেজি দরে বাড়ছে ,
গতকাল পক্ষপাতদুষ্ট ভালোবাসার পোয়া ছিল আকাশ ছোঁয়া,
দ্রব্য মূল্যের বাজারে বিশ্বাসের ধোঁয়া রেকর্ড পতন পরিবর্তন,
এ মুহূর্তে ধ্বজাধারী শিল্পীর মূল্যস্ফীতি, শিল্পকলা চ্যাপ্টা,
হাড়গোড় ভাঙ্গা বুদ্ধিজীবী, বাজারে শান্তির জল হরিলুট..।
ব্যাপক হারে ধর্ষিত চেতনা নির্জীবতা আড়াল করে;
কংক্রিটের উপরে রাজ্যশাসনে কানামাছি বাস্তু তত্ত্ব।
শহরে এক ভীষণ সুবিধাবাদী জম কালো অধ্যায়ের সূচনা আজ,
সদ্য নির্মিত ফ্লাই ওভারে খানা-খন্দ রাস্তায় বাতি উকি দেয় ,
আধা ল্যাংটা মননের ভেতরে উবুথুবু বসত করে উভচর প্রাণী,
অধরা রিক্সার হুট খোলা ছাদে এখনও দামি লিপস্টিক গন্ধ।
ধুলো ঢাকা কৃষ্ণ চুড়ায় বাসা বাঁধে ভোর,
ঝুলে থাকে বাদুর, লেপটে থাকে শহর ।
জ্যামের ভেতর অমীমাংসিত মন ।
নাকডাকা রাষ্ট্র, অব্যবহৃত স্বপ্ন দহন।
অতঃপর শিল্প মন মিঠাই দরে বিক্রি হয় কাওরান বাজারে... ......
#কবিতা---পত্রিকায় প্রকাশিত হেড লাইন -
#বন্ধুতুহিন
ঘোর লাগা বিকেলে
২৫ কার্তিক ১৪২৯ বাংলা
ঢাকা।