মরার আগে নই রাজি গো মরতে
হারার আগে নই রাজি আজ হারতে
ভালোবাসি মুখফুটে তাই বলি
ভালোবাসার জনের কাছে বলতে।
লজ্জা ঘৃণায় নই রাজি গো লুকাতে
দহন জ্বালায় মনকে দিতে শুকাতে
নই রাজি গো একলা শুধু চলি
নই রাজি গো মোম হয়ে আজ গলতে।
নই গো রাজি হাজার ওজোর শুনতে
নই গো রাজি লেপের তুলো ধুনতে
নিজের ছায়া কেমনে নিজেই দলি
নই রাজি আজ ধূপ হয়ে তাই জ্বলতে।
আমি রাজি মরেই না হয় মরবো
জিততে না পাই জিতেই আমি হারবো
মুখের কথা বলে ই লাগাম তুলি,
তবুও পাকাই ভালোবাসার সলতে।
রাজি আমি কাটতে নিজের মাথা
লজ্জা ভরা জড়ানো লতা পাতা
চলার পথে যতই থাকুক ধূলি,
পথকে চলার মত করি চলতে।
রাজি আমি ঝড়বাদলের মুখে
দাঁড়িয়ে হোতা তোমায় নিয়ে বুকে
অশ্রু ঝড়া দুইটি নয়ন তুলি,
অটল হলেও রাজি আমি টলতে।
_____*****_____