Click This Link ২মার্চ ১৯৭১, স্বাধীন বাংলার পতাকা উত্তলনের দিন ।
১ মার্চের গনহত্যার প্রতিবাদে আজ সকাল ১১টায় ঢা.বি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।এতে সভাপতিত্ব করেন ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী । সভায় বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি পূর্ন আস্হা স্হাপন করে স্বাধীনতা সংগ্রামে জনতার সাথে একাত্বতা ঘোষনা করা হয় ।
১ মার্চ বঙ্গবন্ধুর ঘোষিত অর্ধদিবস হরতাল পালিত হয় এই দিনে ।পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে এদিন রাজধানীতে শহীদ হন ২৫জন মুক্তি কামি মানুষ আহত হন দেড়শতাধিক। চট্রগ্রামে শহীদ হন ৭৫ জন আহত হন আড়াইসোর মত মুক্তি পাগল জনতা ।
বিক্ষোভে উত্তাল এই দিনে পল্টন ময়দানে অনুষ্টিত হয় ছাত্রলীগের বিশাল জনসভা । ছাত্র - জনতা উপছে পরে পল্টন ময়দান। প্রথম দিকে বক্তৃতা করেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা । তাদের জ্বালাময়ী ভাষনে ধ্বনিত হল স্বাধীনতার সংকল্প ।
এরপর মাইকের সামনে আসেন বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । জনতার মনের উত্তাপকে প্রশমিত করে অসহিংস আন্দোলনের ডাক দিলেন বঙ্গবন্ধু । ছাত্র জনতার পক্ষে বঙ্বন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন ছাত্রলীগের সাধারন সম্পাদক শজাহান সিরাজ ।