ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা
আপনার নিজ বাড়ির আশেপাশে বা পথে চলার সময় এমন কি কর্ম ক্ষেত্রে হঠাৎ করেই নানা দুর্ঘটনা ঘটে । এই দুর্ঘটনা কবলিত মানুষদের পাশে দারা বা এগিয়ে যাওয়া একজন সুনাগরিক এর কর্তব্য । তবে এই কাজ করা জন্য থাকে হবে আন্তরিকতা এবং ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা ধারনা । ডাক্তার আসার আগে আহত কোন ব্যক্তিকে আরোগ্যের পথ সুগম করা ও যাতে অবস্থার অবনতি না ঘটে তার ব্যবস্থা করাকে ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলে । কোন আহত ব্যক্তিকে ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় আপনাকে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে যেমন
* ব্যক্তি কি কারনে আহত হয়েছে ।
* কতটুকু প্রাথমিক চিকিৎসা তার প্রয়োজন ।
* এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়া ।
এবার আসি আজকে আমি বৈদ্যুতিক Shock খেলে ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা হবে তাই আলোচনা করবো। আগেই বলে রাখি আমি কোন ডাক্তার না , আমি যতটূকু শিখেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো । ত আর কথা না বারিয়ে আজকে ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কি সেটা জেনে নেই ।
বৈদ্যুতিক Shock এর ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা
বিদ্যুৎ প্রবাহ আছে এমন কোন খোলা তারের সংস্পর্শে এলে যেকোন ব্যক্তি এর দেহে বিদ্যুতায়ন হয়ে অনেক বড় আঘাত সৃস্টি করে । যার ফলে সেই ব্যক্তির আহত হয় বা তার মৃত্যু হয় । আর এই রকম ঘটনা এখন অনেক বেরে গেছে । আর এই ঘটনা গুলো সংগঠিত হয়ার প্রধান কারন অবহেলা বা অসাবধানতা ।
এ ধরনের ঘটনা হলে আপনার সামনে সংঠিত হলে আপনি কি করবেন ? হ্যা এ সময় ঘাবরে না গিয়ে মাথা ঠান্ডা রেখে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে সেই দুর্ঘটনা কবলিত ব্যক্তি আপনি রক্ষা করতে পারেন । বিদ্যুতায়ন হয়া ব্যক্তিকে রক্ষার করার লক্ষ্যে প্রথমেই আপনাকে মেইন সুইচ খুজে বের করতে হবে এবং সুইজ অফ করতে হবে মেইন সুইজ পাওয়া না গেলে কোন শুকনো লাঠি দিয়ে বা কোন শুকনো কাঠ দিয়ে ধাক্কা দিয়ে তার হয়ে ব্যক্তিকে তার হতে বিছিন্ন করুন অথবা আপনার আশেপাশে কোন রাবারের গ্লাভস বা জুতা থাকলে তা পরে তা দিয়ে ধাক্কা দিয়ে দুর্ঘটনা কবলিত ব্যক্তি তার হতে বিছিন্ন করুন করুন ।
এবং এ সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি কখন খালি হাতে বিদ্যুতায়ন হয়া ব্যক্তিকে স্পর্শ করবে না , যদি করে এতে আপনাকে দেহে বিদ্যুতায়ন হয়ে যাবে । এ সময় নিচের ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা গুলো দিতে ভুলবেন না যথা ,
* বিদ্যুতায়ন ব্যক্তির শাস প্রশাস সাভাবিক না হয়া পর্যন্ত কৃতিম শাস প্রশাস প্রক্রিয়া চালু রাখতে হবে ।
* গলা , বুক ও কোমরের কাপড় আলগা করে দিতে হবে ।
* যেই স্থান পোড়া গেছে তাতে জরুরী চিকিৎসা দিতে হবে ।
* স্নায়বিক আঘাতের চিকিৎসা চালাতে হবে , এবং
* যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে বা হাসপাতালে নিতে হবে ।
আর বিস্তারিত জানতে নিচের লিঙ্ক গুলো দেখতে পারেন
* Mayoclinic
* Firstaid
আমার এর পরের লেখায় আমি সাপ দংশন , এবং আগুনে পুড়লে প্রাথমিক করনিয় বা প্রাথমিক চিকিৎসা কি দিতে হবে তা নিয়ে আলোচনা করবো। আর আপনাদের লেখা টা কেমন লাগলো মন্তব্য করে জানাবেন ।
তর্থ সুত্র বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ