কিন্তু এর বাইরেও রয়েছে আরেকটি গোষ্ঠি,প্রচলিত প্রতিবন্ধি হিসাবে স্বীকৃতি নেই এই লিঙ্গ প্রতিবন্ধিদের।মানুষ হিসাবেই আমাদের সমাজে তাদের কি কোন স্থান আছে?
সমাজের সুস্থ মানুষের সাথে সামাজিক জীবন যাপনের নেই কোন সুযোগ তাদের।অনেকেই বলেন বলেন এরা দল বেধে থাকতে ভালোবাসে আর এরা যে প্রচলিত অর্থের অসভ্য(!!) জীবন যাপন করে তাই মুল ধারায় এদের স্থান দেয়া সম্ভব না!!!
আমি কোন গবেষক নই।আমার সাধারন জ্ঞানে যা ধরে তাতে এটাই বুঝি,তারা শখ করে এই জীবন বেছে নেয় না।সমাজের এই সুস্থ আমাদের দ্বারা নানা সামাজিক ও মানুষিক লাঞ্চনার শিকার হয়ে বেছে নেয় তারা সেই দলগত জীবন।এই হিজরা দের কথা আসলেই রাস্তা খাটে নানা বড়ম্বনা সহ যাদের বাড়িতে নবজাতক আছে তাদের সামনে ভেসে উঠে এক আতঙ্ক!!কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি এভাবে ব্লাক মেইলিং ছাড়া তাদের আর্থিক সংস্থানের কোন সুযোগ সমাজ রেখেছে কিনা!!
আমরা কি আর ১০ জন প্রচলিত প্রতিবন্ধিদের মত এদের আদর স্নেহে ভালোবসায় গ্রহন করতে পেরেছি?নাকি যখনই তাদের লিঙ্গ অক্ষমতার কথা ধরা পরে তখন থেকেই একটা উপহাস ও ঘৃনার পরিবেশে তাদের ঠেলে দেই।
স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষা সহ(তাদের শিক্ষা প্রচলিত শিক্ষা ব্যবস্তাহতেই তো সম্ভব,ন্য প্রতিবন্ধিদের মত বিশেষ বযবস্থার তো দরকার নেই)অন্য সুযোগ নিশ্চিত করা গেলে সঠিক কন্সাল্টেন্সি দেয়া গেলে তারা কি পারেবেনা আমাদের মত বিকশিত হতে?
তবে কি কেবল লিঙ্গ পরিচয় ও সক্ষমতাই মানুষ হিসাবে আমাদের বাচার অধিকার দিয়েছে?আর শুধু তার অভাবেই কি ওদের সচল মাংস পিন্ডের মত জীবন কাটাতে হবে??