একটা রাষ্ট্র কতটা ক্ষুদ্র হতে পারে ।
যদি বলি মাত্র ১৪ একর জায়গা নিয়ে খোদ আমেরিকার ভেতরেই গড়ে উঠেছে নতুন একটি রাষ্ট্র

বুঝতেই পারছেন । এদের নিজস্ব কাস্টম অফিসও আছে । আপনাকে মলোসিয়া ভ্রমণ করতে হলে তাদের সাথে কথা বলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে ।কাস্টম অফিসের ছবি দেখুন ।
রাষ্ট্র ক্ষুদ্র হলেও এদের কিন্তু জাতীয় পতাকা আছে।
ছবিতে যা দেখতে পারছেন এটা হল আর্ম অফ মলোসিয়া । রাষ্ট্রীয় চিহ্ন যা কিনা কোটের হাতায় থাকবে প্রেসিডেন্টের ।
রাষ্ট্রটির নিজস্ব মুদ্রাকাঠামো আছে । তাদের মুদ্রার নাম ভ্যালোরি । প্রশাসনিক কাঠামো হল প্রেসিডেনশিয়াল রিপাবলিক । প্রেসিডেন্ট কেভিন বাফ হলেন রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা ।
ওনাকেও দেখুন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে পোজ দিয়েছেন ।
১৯৭৭ সালে কেভিন এই রাষ্ট্রের গোড়াপত্তন করেন । অবাক হওয়ার মত ব্যাপার হল রাষ্ট্রের নিজস্ব রেল ব্যবস্থা রয়েছে । রিপাবলিক অফ মলোসিয়া সম্প্রতি অন্যান্য মাইক্রোনেশনের সাথে মিলিত হয়ে মাইক্রোনেশন অলিম্পিক শুরু করে দিয়েছেন ।
রাষ্ট্রটি নিয়ে সিনেমা ও ডকুমেন্টারীও হয়েছে । একটি চলচ্চিত্রে স্বয়ং প্রেসিডেন্টও অভিনয় করেছেন । ছবিটির IMDb লিংকও ধরিয়ে দিলাম ।
How to Start Your Own Country (2010)
সব কথার শেষ কথায় আসি । রাষ্ট্রটির জনসংখ্যা কত???
যদি বলি মাত্র ৪ জন । এবার বুঝলেন তো কেন প্রেসিডেন্টকেও সিনেমায় অভিনয় করতে হয় !! আপনি যদি অনুমতি নিয়ে ওই রাষ্ট্রে বেড়াতে যান তাহলে ৪৫ মিনিটে রাষ্ট্রটি ঘুরিয়ে দেখাবেনও কিন্তু স্বয়ং প্রেসিডেন্ট । বিশ্বাস না হয় উইকিপিডিয়াতে গিয়েই দেখুন ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯