somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনাজপুর রামসাগর ( ভ্রমণ পিপাসুদের জন্য :D:D ছবি সহ)

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শান্ত এক শহর দিনাজপুর। যেন ঘুমিয়ে পড়া কোন এক শহরের চিত্র আপনার চোখের সামনে। নেই বাড়তি কোলাহল, নেই জ্যাম জট, আছে শুধু প্রতিদিনের স্বাভাবিক জীবন যাপনের জন্য স্বাভাবিক ভাবে ছুটে চলা মানুষের পায়ের ধ্বনি। এই শহরের-ই চারিদিকে ছড়িয়ে আছে নানা নিদর্শণ। যা কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে যুগ যুগ ধরে। তেমনি এক নিদর্শনের নাম রামসাগর। এটা দিনাজপুর শহর হতে ৮ কিলোমিটার দক্ষিণে তেজপুর গ্রামে অবস্থিত। দিনাজপুর শহর থেকে তুলনামুলক অপ্রসস্ত একটি রাস্তা বয়ে চলে গেছে রাম সাগরের দিকে। রাস্তার দু ধারের সারি সারি গাছ আপনার মনকে করে তুলবে প্রানবন্ত । ক্ষনিকের জন্য আপনি হারিয়ে যাবেন অন্য এক অজানা ভুবনে। দু ধারের গাছের উপরের দিক গুলো একসাথে মিলে গেছে যা প্রাকৃতিক ভাবেই একটা ছাদ তৈরী করে রেখেছে এইজন্য আপনার কাছে মনে হতে পারে কোন সুরঙ্গের ভিতর দিয়ে চলছেন আপনি।

ধারণা করা হয় রাজা রাম নাথ ১৭৫০ সালের কাছাকাছি কোন এক সময়ে এই রামসাগর খনন করেন। প্রায় ১.৫ মিলিয়ন শ্রমিক এতে অংশ নেয়। এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় ১৭৮০ মিটার প্রসস্ত এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় ১৯২ মিটার লম্বা। রামসাগরের চারিদিকে রয়েছে সুউচ্চ পাহাড় সাদৃশ বাধ বা পুকুরের পাড়। রয়েছে চারিদিক প্রদক্ষিণ করার রাস্তা। নানা ধরেনের পুরানো এবং নতুন গাছের সমাহারে সাজানো চারিদিক। রয়েছে পরবর্তীতে কৃত্রিম ভাবে বানানো নানা ধরনের পশু পাখির প্রকৃতি । এছাড়া কিছু হরিণও আপনার চোখে পরবে যা কতৃপক্ষ পরে সংযোজন করেছেন। পাখির কলতানে আর ঠান্ডা বাতাসের ঝলকানিতে মনের মধ্যে শান্তির পরশ পাবেন এ কথা বলা যায় নিসন্দেহে।

এই সাগর নিয়ে লোকও মুখে প্রচলিত আছে নানা ধরনের গল্প। কেউ কেউ বলেন পানির সমস্যা প্রকট আকার ধারণ করলে রাজা রাম নাথ এই পুকুর খনন করার পরিকল্পনা করেন । কেউ কেউ বলেন রাজার বাড়ি ছিল মধ্যখানে, পুকুর খননের পরে পানির জুয়ারে রাজার বাড়ি সহ পানির মধ্যে ডুবে গেছে। আরো কত গল্প শােনা যায় এই রামসাগর নিয়ে তার শেষ নেই। তবে এতটুকু বলতে পারি এই গল্পগুজব আপনার ভাল লাগুক আর নাই লাগুক রামসাগর আপনার ভাল লাগার কথা।


চলুন ঝটপট দেখে নেই রামসাগরের কিছু দৃশ্য:


প্রবেশ পথ



রামসাগরের ভিতরের রাস্তা



রামসাগরের একাংশ



সুর্যাস্তের প্রহরের একটি দৃশ্য


রাস্তার দৃশ্য


রামসাগরের একাংশ


কৃত্রিম হরিণ


আরিজিনাল হরিণ


দুরদৃষ্টি

যাতায়াত: ১) ঢাকা থেকে আসাদগেট, কলেজগেট, শ্যমলী, কল্যাণপুর, টেকনিকাল মোড় অথবা গাবতলী হতে নাবিল, হানিফ, শ্যমলী, বা বাবলু এন্টার প্রাইজের চেয়ার কোচে করে সরাসরি দিনাজপুর। প্রায় সারাদিন ৩০ মিনিট বা ১ ঘন্টা পরে পরে গাড়ি গুলো ছেড়ে যায়।

২) কমলাপুর থেকে ট্রেনে সরাসরি দিনাজপুর যাওয়া যায়। যা সন্ধা ৭:৫০ মিনিটে (মনে হয়) কমলাপুর থেকে ছেড়ে যায়।

দিনাজপুর শহর থেকে চার্জার রিক্সা, টেম্পু, বাস বা নরমাল রিক্সা দিয়ে রামসাগরে যেতে পারবেন।
আমি বলব রিক্সা বা চার্জার রিক্সা দিয়ে ভ্রমণ করুন বেশী ভাল লাগবে।

যাতায়াত সময় ( ঢাকা থেকে দিনাজপুর) : বাসে ৬-৮ ঘন্টা, ট্রেনে ১০-১২ ঘন্টা।


খরচা পাতিঃ নন এসি চেয়ার কোচের ভাড়া ৫০০-৬০০ টাকা ঢাকা থেকে দিনাজপুর আর ট্রেনের ভাড়া ৪০০-৫০০ টাকা [ বাসের যাত্রা বিরতী সিরাজগঞ্জ মোড় হতে বগুড়া পর্যন্ত দিয়ে থাকে। ফুড ভিলেজ, ফুড গার্ডেন, ফুড পেলেস, হানিফ হাইওয়ে, হোটেল পেন্টগন, হোটেল চিলিস এই সব রেস্টুরেন্টে সচারাচর যাত্রা বিরতী দিয়ে থাকে]

দিনাজপুরে মালদাপট্টি, বাহাদুরবাজার, মডার্ণমোড়ে কিছু আবাসিক হোটেল আসে। একদিনের জন্য ২০০-৫০০ টাকা ভাড়ায় থাকতে পারবেন।

দিনাজপুরের দেখার মত অন্যান্য স্থান গুলোঃ কান্তজির মন্দির, সুখ সাগর, মাতা সাগর, স্বপ্নপরী, রাজবাড়ী , সিংগাইর ফরেস্ট ইত্যাদি।

কৃতজ্ঞতা: গুগোল মামা। ক্যামেরা না থাকায় অনেক ছবি তুলতে পারি নি। তবে এই দৃশ্য গুলোই আমার চোখে ধরা পরেছে।

তাহলে আর দেরী কেন সময় সুযোগ পেলেই ঘুরে আসুন উত্তর বঙ্গের জেলা দিনাজপুরের রামসাগর থেকে । আর মনে নিয়ে আসুন শান্তির পরশ।

ধন্যবাদ।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন মানুষের মূল্য কত?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২২

একজন মানুষের মূল্য কত?
প্রশ্নটি ব্যঙ্গার্থে হলেও, বৈজ্ঞানিকের চোখে এ প্রশ্নটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে- সেই প্রসঙ্গে না যাই।

মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান! দেশে অপরাধ বৃদ্ধির পেছনে পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি!

লিখেছেন নতুন নকিব, ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৬

সাধু সাবধান! দেশে অপরাধ বৃদ্ধির পেছনে পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি!

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচির মিছিল, প্রথম আলো অনলাইন থেকে সংগৃহিত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, লুটপাট, ভাংচুর এবং বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘুদের কেটে কুচিকুচি-নিরাপত্তা চায় ভারত

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৩


বর্তমানে ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ ৮৭০,০০০টি যার আয়তন ৯৪০,০০০ একর বা ৩,৮০৮ বর্গ কিমি জমি জুড়ে বিস্তৃত এবং এস সম্পত্তির মোট মূল্য ১,০০,০০০ কোটি রুপি বা ১২ বিলিয়ন মার্কিন... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান কোম্পানিতে ভাংচুর ও ড্যফোডিল ইউনির শিক্ষিকা চাকুরিচ্যূত করায় কাদের উপকার হচ্ছে ?

লিখেছেন ঢাবিয়ান, ০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১১





ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গতকাল দেশব্যপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফেসবুকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করার পোস্টগুলো দেখে মনে একটা শংকা তৈরী হয়েছিল যে, এই উপলক্ষে... ...বাকিটুকু পড়ুন

কিডনী রোগ নিয়ে ব্লগার গণ নিজেদের অভিজ্ঞতা ও সাজেশনস জানাবেন।

লিখেছেন শূন্য সারমর্ম, ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩২






আমার খুব কাছের (রক্তের), বয়স ৪৭, একজনের কিডনী সমস্যা ধরা পড়ে গত বছর জুলাইয়ে,তখন ক্রিয়েটিনিন ছিলো ৪.৩৩ ; পরে শরীর খারাপ হওয়ায় মেডিকেল ভর্তি থেকে ঔষধ সেবন করে ক্রিয়েটিনিন... ...বাকিটুকু পড়ুন

×