শহরে আজকাল কাক দেখি না বলে
বারবার মনে হয় এ কেমন ঋতু ফিরে এলো এই দেশে
যতবার মনে হয় পালিয়ে যাব কাকের বেশ ছেড়ে
ততবারই ভেসে আসে গোরখোদকের গান
ঘরের ভেতর থেকে
বস্তুত আমিও ছিলাম নরখাদকের বেশে
অভিশাপহীন শহরে-বন্দরে
এত যে জমালাম হাড়-গোড় মাংসের পাহাড়
ফিরে কি আসবে আর ঋতুর বাহার
অভিশাপহীন কোনো শয়তানের মনে
আজকাল যতই সংখ্যা বাড়ে
ডেকে উঠি কর্কশ নয় সমধুর স্বরে
তবে কি এই কাকহীন শহরে
আমিই হয়ে উঠেছি সেই অসহায় কাক
যে নিজেকে শুনিয়ে রাখছে রোজ
মৃত্যু আভাস
১৭.০৬.২০