প্রারম্ভিক, ও বৈশাখী!
মম বসন্ত বিদায়ী আঁখি
স্মৃতিচারণের কৃষ্ণচূড়া আজ
তুলেছে সেথায় নব্য নিত্য আওয়াজ।
একারণে আগত বরণ করতে যথারীতি
কাব্য হয়েছে মম বিরহী গীতি।
তবুও হে কাঠ ফাটা রোদ্দুর
নতুনের আহবানে তুলেছে নতুন সুর।
নিরন্তর এ অনুভূতি পেছনে ফেলে আসা
মাস্তুল ভুলে নতুনের তরে ঢেলেছি ভালবাসা।
এসো বৈশাখ, নিত্য বৈশাখী বেশে
নতুন স্বাগত , আসুক নতুন আবেশে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩