ঠিক আগের মত
--------------------
যদি কোন দিন দেহ থেকে প্রাণ ত্যাগ হয়
তখন তুমি বলো না আমায়, অনেক কষ্ট করেছ
অনেক খেটেছ
তাহলে আমি মরেও যে শান্তি পাবো না
বলতাম না আমি।
অনেক সময় দেখেছি অনেকে তাই করে।
আমি জানি তোমাকে সুখি করতে পারিনি
কেউ কখনো পেরেছে কিনা জানি না?
কিন্তু কখনো অ মার্যাদা অবহেলা করিনি
এক বাক্যে মেনে নিয়েছি সকল আবদার,
কখনো উচ্চ বাক্য করিনি তুমি কষ্ট পাবে বলে।
চোখের জলে অনেকবার স্নান করেছি নীরবে
সুখের ঠিকানা খুঁজেছি বহু পথ হেঁটে,
অচেনা পথে
কিন্তু পাইনি সুখের সন্ধান
সেইতো মরীচিকা
সেইতো অচিন ঠিকানায়!
যোজন যোজন দূর।
আমিতো সুখি হতে পারিনি ঠিক
পারিনি তোমাকে করতে সুখি,
তাই শত ব্যর্থতাকে নিজের মনে করে বুকে আঁকড়ে ধরে
কতো না কষ্টে জীবন যাপন করেছি
দীর্ঘ সময়।
সামান্যতম ব্যথা বুঝতে দিইনি তোমাকে
আঁকড়ে ধরেছি তোমার সকল দুঃখকে
শুধু তোমাকে সুখ দেবো বলে।
আমি দারুণ ভাবে ব্যর্থ! এই নশ্বর পৃথিবীতে
আমার যন্ত্রনা কখনো সফলতার মুখ দেখেনি
দেখবেও না জানি!
তাই মেনে নিয়েছি তোমার শত সহস্র গ্লানি,অবহেলা
শুধু নিছক সামাজিকতা ভয়ে করিনি কখনো প্রতিউত্তর
বুঝতে দিইনি খুব কাছের মানুষদের
যারা বুঝতে পারতো আমার কষ্ট
বুঝতে দিইনি কোন নিকটতম পরিজনকে
যারা বুঝত আমার কষ্ট যন্ত্রণা।
আমার পুষে রাখা সহস্র অপমান যন্ত্রণাকে!
কারণ দুই জনের সম্মান হানি হবে বলে।
খুব আতঙ্কে আছি! শেষ বেলায় রক্ষা করতে পারবো কি নিজেকে
শুধু অপমানের কথা ভেবে বলছিনা
অনেকটা অনুশোচনা মনে করে,বাস্তবতাকে মেনে।
জানি আমি কি?কোথায় আমার শেষ!
শুধু ছলনার চলে সময়কে করছি পার!
চোখের জলের অন্তরালে রেখেছি আমার দীর্ঘ সময়ের ব্যর্থতা খাতা।
যদি শুন চলে গেছি ওপারে
তবে প্রার্থনা কর বিধাতার তরে
যেন বারবার না ফিরে আসি মানুষ রূপে
এই ধরণী তে, এই সভ্য জগতে,ঠিক আগের মত!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ৮:০৯