ভোরের পাখি। এম এস আরেফীন ভুঁইয়া।।
ভোরের পাখি
----------------------------------
তুমি ভোরের পাখি হতে বললে,
কেন? বুঝিনি!
তবে হতে চাই তাই
আমি ভোরে উঠে দেখবো ভোরের পাখিদের কি আচরন
আর ভোরে উঠা মানুষদের ঢঙ্।
আজ আমি জাগবো খুব প্রতু্যষে,
যখন উঠে না কোন প্রাণী কুল
তখন ঘাসে থাকবে শীতের শিশির বিন্দু
যেমনটি সতেজ থাকে ঊষাসমাগমে নববধুর রূপ।
তখন থাকবে অনূঢ়া'র দুখের স্মৃতি ছবি
বেদনার প্রতিফলন।
যেমনটি... বাকিটুকু পড়ুন
