ধর্ম ও কর্ম মানুষকে বাচিয়ে রাখে বিভিন্ন পন্থায়,
তাই জীবনকে উপলব্ধি করা কঠিন।
--------------------------------------------------------
আসল কথা
-------------
ধর্ম মানুষকে শৃঙ্খলা রাখে,রাখে কঠিন সংযমে তাই মানুষ ধর্মকে আঁকড়ে ধরে চলে যুগ যুগান্তর। মানুষ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সাময়িক ভাবে ধর্ম থেকে বের হলে ঠিক এক সময় ফিরে এসেছে ধর্মীয় অনুশাসনে।কর্ম তাকে বাঁচার সকল উপাদান সরবরাহ করে।জাগতিক সকল চাহিদা পূরণ করে।বেচে থাকতে হলে দুই বিষয়ের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে, তখন মানুষ জীবন জীবিকায় ধর্ম এবং কর্মকে উপলব্ধি করতে পারবে,পাবে পরিপূর্ণতা সুখ সমৃদ্ধি।অন্যথা নয়।
--------------------------------------------------------
পদটিকাঃ ধর্ম ও কর্ম ছাড়া মানুষ কিছু করা সম্ভব নয়। প্রত্যেককে তার নিজ ধর্ম অনুসরণ করে কর্ম করতে হবে।