এক পশলা বৃষ্টি আর তুমি আমি ।। এম এস আরেফীন ভুঁইয়া ।।
তুমি অনেকটা বৃষ্টিতে ভিজেছো
শরীরের কোন অংশ নেই বাকি
আচ্ছাদিত বহি:সজ্জা এতোটা সুন্দর ভাবে লেপটে গেছে সাবালিকা শরীরের প্রত্যেকটি ভাজে
মনে হয় শিল্পীর আঁকা কোন ঐতিহাসিক ছবি
পূর্ণ শরীর বৃষ্টি জলে আকা এক অপরূপ মূর্তির প্রতিবিম্ব
এত সুন্দর হয় হয় সাবালিকার দেহযষ্টি!
কি এক প্রসন্নতায় মনে?আগুন্তকের মত হাজির হলাম!
দেখলাম তোমার বৃষ্টি ভেজা স্বপ্নের সেই কায়া
তোমার আচ্ছাদন কাপড়ের আকা ছবি
ঠিক আমার প্রিয় কবিতার মত ঠায় দাঁড়িয়ে
নির্বাক তোমাকে দেখছি।
ঠিক তখনি তুমি ডাকলে হতচকিত অনুকম্পন অনুভব করলাম মননে
আর আমার উপস্থিতি খুজে পেলাম তোমার সম্মুখে
তোমার ডাকে কতোটা পুলকিত হলাম
কতোটা উত্কণ্ঠিত হল আমার মন
তা তোমাকে বুঝাতে পারবনা বলে,
তুমিও ঠিক ঐসময় ভাবছো আমায় আমিও তোমার ভাবনায়
দুই জন নিমজ্জিত হলাম স্বপ্নে
অবশেষে
এই এক পশলা বৃষ্টি্তে তুমি আমি দুই জন হয়ে গেলাম জনম জনমের অংশীদার।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১