ফেসবুকে টুইটারে সবায় ভালবাসতে চায়। ভালোবাসোতে চায় সহপাঠী ছাত্র-ছাত্রীকে। কেউ বুঝতে চায় না তার বয়স তার পারিপাশ্বিক অবস্থা। বুঝতে চায় না বর্তমান পরিস্থিতি তার অর্থনৈতিক সংগতি এবং এই সম্পর্কের শেষ কোথায়?
যেমন এস এস সি পড়ে এমন একজন ছাত্র তার সমবয়সী একজন ছাত্রীর সাথে সম্পর্ক তৈরি করছে, তার শেষ পরিণতি কি ? ধরুন এইচ এস সি পড়ুয়া এক মেয়ে তার ক্লাসমেট কে ভালোবাসে তাদের কি হবে? যদি অনার্স পড়ুয়া এক ছাত্র তার সমবয়সী সাথে সম্পর্ক তৈরি করে কি হবে তাদের ভবিয্যত।
এই তিন শ্রেণীর ছাত্রছাত্রী কখনো শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ধরে রাখতে পারেনি,এর মধ্যে তাদের যত অনৈতিক ঘটনা তাদেরকে আরো দূরে বহু দূরে নিয়ে যায়। আর এই শিক্ষিত সুন্দর মার্জিত ছেলে মেয়েরা অনায়াসে প্রতারিত হয় একে অন্যের কাছে। তখন তাদের মধ্যে থাকেনা হিতাহিত জ্ঞান,মনবিকতা, সততা ভাললাগা ভালোবাসা।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বক্তব্যঃ
------------------------------------------
একজন ছাত্রী তার সমবয়সীর ছাত্রের সাথে সম্পর্ক করতে পারে, কিন্তু একটা ছেলে তা সহজে পারেনা। পারেনা এই কারণে যে,যখন মেয়েটি বলবে যে আমাকে বিয়ে কর,তখন আসবে বিপত্তি ।কারণ ছেলে ছাত্র অবস্থায় বেকার। পরিবারের অসম্মতি সামাজিক অসঙ্গতি,আলো বাতাসসহ সব কিছু তার প্রতিকূলে,তাই ছেলে মেয়ে ছাত্র থাকা অবস্থায় কোন জটিল সম্পর্কে না জড়ানো ভাল। ছেলে তার কম বয়সী,মেয়ে তার বেশি বয়সীদের সাথে সম্পর্ক স্থাপন সঠিক বলে আমি মনে করি।
পদটিকাঃ পড়ালেখা শেষ করে এবং চাকুরীর ব্যবস্থা করে বিয়ে করলে কিছুটা হলে সুখি হতে পারবে,অন্যথা নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫