এফ সি পি এস পার্ট ওয়ান পরীক্ষা হল বাংলাদেশের চিকিৎসকদের জন্য এম বি বি এস এর পর পোস্ট গ্র্যাজুয়েশনে ঢোকার একটা পরীক্ষা।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স, সংক্ষেপে বি সি পি এস এই পরীক্ষা নেয় এফ সি পি এস এ এন্ট্রির জন্য।
আজকে বি সি পি এস এর নোটিশ দেখলাম এফ সি পি এস কোর্সের এন্ট্রি ও পরবর্তী পর্বগুলোতে পরীক্ষার ফি ন্যূনতম ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত!!
একজন এম বি বি এস ডাক্তার ইন্টার্নশীপের সময় বেতন পান ১০ হাজার টাকা, যদিও অনেক আন্দোলন সংগ্রামের পর এটা বাড়ানোর কথা শুনেছি, বাড়ালেও সেটা মাসে ১৫ হাজারের বেশী হবে না।
এদেশে প্রাইভেট ক্লিনিকগুলোতে বেতন গড়ে ১৬ হাজার টাকা থেকে ২১ হাজার টাকার মধ্যে প্রতি মাসে! অল্পকিছু ব্যতিক্রম থাকতে পারে।
পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ৪ টি বছর ট্রেইনিং করতে হয় সরকারী চাকুরী ছাড়া বাকিদের জন্য বিনা পারিশ্রমিকে(!!) দৈনিক গড়ে ৮ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত, যার নাম "অনারারী" এবং যেটা বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই।
এইভাবে দেশে তরুন চিকিৎসকদের বিশেষজ্ঞ হবার পথ দিন দিন বন্ধ করে দেয়া হচ্ছে কার স্বার্থে??
কিভাবে একজন নবীন চিকিৎসক এতগুলো টাকা বিনিয়োগ করবে বিশেষজ্ঞ চিকিৎসক হবার জন্য?? অনারারী ট্রেনিং করার সময় একদিন ডে অফ দিতেই অনেক ইউনিট প্রধানের কষ্ট(!) লেগে যায়। কিভাবে এই নবীন চিকিৎসকের সংসার চলবে, ভেবেছেন একবার??
আর কিছু পাবলিক ফাল পাড়ে চিকিৎসকের ভিজিট ৩০০/৪০০/৫০০ টাকা বেশী হয়ে গেছে!!
তাদের জন্য প্রশ্ন রেখে গেলাম, এই চিকিৎসকদের সংসার কিভাবে চলবে, জানাবেন কি??
এই দেশ অচিরেই মেধাবী চিকিৎসক হারাবে। আস্তে আস্তে মেধাবীরা চিকিৎসা পেশায় আসা বন্ধ করে দেবে।
যে মেধাবী চিকিৎসক ১১ হাজার খরচ করে এফ সি পি এস পার্ট ১ নামের পাশের অনিশ্চিত একটি পরীক্ষা দিতে পারবে, সে আর ৬ মাস কষ্ট করে কিছু জমিয়ে এম আর সি পি/এম আর সি এস দিতে পারবে। অনেক নবীন চিকিৎসক তাই এখন এই বিদেশী ডিপ্লোমার পেছনে ছুটছেন।
বি সি পি এস ও বি এম ডি সি এখানেও কারসাজি করে রেখেছেন!! এই ডিপ্লোমাগুলোর কোন রিকগনিশন নেই বাংলাদেশে।
এভাবে আর কতদিন স্যার??
আর কত টাকার প্রয়োজন বি সি পি এস এর??
আমাদের তো বলেন, বি সি পি এস থেকে এক টাকাও নেন না আপনারা, দায়িত্ব পালন করেন অনারারী হিসেবে।
আপনাদের প্রতি পূর্ণ আস্থা ও সন্মান রেখেই প্রশ্ন রেখে গেলাম, তাহলে প্রতিটি পর্বের পরীক্ষার এত টাকা ফি নেবার পেছনের যৌক্তিকতা কি, অনুগ্রহ করে আমাদের বলবেন কি??
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯