আমাদের দেশের বেশিরভাগ (কিছু ব্যাতিক্রম ছাড়া) স্টুডেন্টদের বিদেশে আসার পিছনে লেখাপড়ার চেয়ে টাকা কামানোর উদ্দেশ্য বেশি থাকে।যারা স্কলারশিপ ছাড়া বিদেশে পড়তে আসতে চান, তাদের জন্য আমার এই লেখা।
১) প্রথমেই আপনি চিন্তা করবেন,বিদেশে আপনি কিভাবে খরচ চালাবেন।কারন টাকা পয়সা ঠিকঠাক না থাকলে লেখাপড়ায় মনসংযোগ করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনার পার্ট-টাইম জব খুজে নিতে হবে।তাই দেশে থেকেই তার জন্য প্রস্তুতি নিন।যেমন: ওয়েব ডিজাইন,গ্রাফিক্স ডিজাইন,এম,এস,অফিস,নেটওয়ার্কিং,প্রোগ্রামিং ইত্যাদি।আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হোন না কেন এইসব কোর্স করতে পারেন এবং অবশ্যই যাই শিখুন না কেন, ভাল করে শিখবেন।
২)যে দেশে আসতে চান,সেই দেশের ভাষাটা অবশ্যই ভালভাবে দেশে থেকেই শিখে আসবেন,যা জবের জন্য অন্যতম পূর্বশর্ত।কখনো এটা ভাবনেন না যে ,আগে যাই,তারপর দেখা যাবে।তাহলে কিন্তু আপনার জন্য হোটেল-রেষ্টুরেন্ট অপেক্ষা করছে।
৩)আপনি যখন নিজের টাকাই পড়বেন,সেক্ষেত্রে যে কোন দেশের মেট্রোপলিটন সিটি বেছে নিবেন, যা জব পেতে সহায়ক হবে।
৪)বিদেশে আসার আগে অবশ্যই থাকার জায়গা বুকিং করে আসবেন।কারও উপর নির্ভর করে আসবেন না।
৫)বিদেশে আসার পর প্রথম কিছুদিন সবকিছু ভালভাবে অবজার্ভ করুন এবং সবকিছু স্বাভাবিকভাবেই গ্রহন করে নিজেকে এডজাষ্ট করার চেষ্টা করুন।
৬)প্রথমে নিজের ভার্সিটিতেই পার্টটাইম জব খুজুন (যেমন:টিউটর,রিসার্চ এসিট্ন্টে )। ক্যারিয়ার সেন্টার নোটিশবোর্ডে সবসময় খেয়াল রাখুন।
না হলে লোকাল নিউজ পেপারে খুজ করুন বা ইন্টারনেটে সার্চ করুন।
৭)নিজের উপর আস্হা রাখুন এবং যে কোন পরিস্হিতি ধৈর্য্যের সাথে মোকাবেলা করুন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৯