তখন আমার দু’টো ডানা ছিল-
উড়তে উড়তে রোদ্দুর ছোঁয়ার দুঃসাহস দেখাতাম;
স্বপ্ন দেখতাম- একদিন আমিও হব স্বপ্নডানার ইছামতি ।
রোদ্দুরের মশাল নিয়ে তাড়িয়ে দেব শীতের কুয়াশা;
শঙ্খচিলের ডানায় উড়ে যাব সোনালি রোদ্দুরের আঙিনায়
যেখানে চড়ুই পাখিদের নিয়ে হবে চড়ুইভাতি ।
আজ আমি- অফিস ফাইলের স্তূপে চাপা- মৃত প্রায়,
ঋণপ্রস্তাব- ঋণঝুঁকি, ঋণ চোরদের বিশ্লেষণ করতে গিয়ে
আমার গোধূলি হারিয়েছে মধ্যরাত্রির নিয়ন আলোয়;
রোদ্দুরের মশাল ভিজে যায় ভোরের শিশিরে
আত্মজার হাসি, স্নেহাশিস আহ্বান- আমার কবিতার খাতা
আজ অশ্রুসিক্ত- হারিয়ে খোঁজে স্বপ্নডানার ইছামতিকে ।
আমি এখন ব্যাংকার- কোট- স্যুট পরা এক কেতাদুরস্ত;
আমি যেন উড়তে ভুলে যাওয়া নিঃসঙ্গ এক পেঙ্গুইন পাখি ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩