বেশ ক'দিন থেকে ভাবছিলাম, অনেকদিন সামুতে বেড়াতে যাইনা, গেলেও বেশি সময় বসতে পারিনা। উঁকি মেরেই চলে আসি।
বছর শেষ হতে চললো কিছুই লিখলাম না। আর কিইবা লিখবো পারিই তো না।
জীবনের চাকা ঘুরাতে ঘুরাতে সময় চলে যায় সেই সাথে স্রোত ঠেলে হাঁটা আরো একটা যুদ্ধ।
সামুর সেই আগের তুখোড় লেখক ভাই আর লেখিকা আপুরা এখন আসেন না।
তাদের কাছ থেকে আমি অসংখ্য জ্ঞান নিয়েছি, বেশ কিছু মানুষের সহযোগিতা পেয়েছি। সেগুলো আজীবন মনে থাকবে।
আগে ১টা পোস্ট দিলে ১ মিনিটের মধ্যে ২য় পাতায় চলে যেত, পোস্টদাতার অভাব ছিলনা, এখন...কেউ লেখে না, না লেখক নাই! বুঝতে পারিনা।
যারা এখন আছেন তারা ধুমাইয়া লিখলেও ভাল হত। হতে পারে সেটা তাদের অভিজ্ঞতা, তাদের শুনা কোন গল্প, কোন বা কারো জীবনের কাহিনী, কোন অসংগতি যেটা মন মেনে নিতে চায়না, ইত্যাদি। অথবা ছবি ব্লগ, এখন তো মানুষ সকালে ঘুম থেকে উঠে বদনার আগে মোবাইল ধরে
এই বছরে এটাই আমার লেখা। কলমের কালি শেষ আর লিখতে পারলাম না
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫