ভালোলাগা :
কাউকে ভালোলাগা বলতে আমি বুঝি তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট কে ভালোলাগা-হতে পারে তার হাসি-তার চাহনি-তার কথা বলার ধরন-কিংবা স্রেফ তার সৌন্দর্য...বলা যেতে পারে যে কাউকে ভালবাসার প্রথম পদক্ষেপ হলো তাকে ভালোলাগা...ভাললাগেনা এমন কাউকে কি আর কেউ ভালবাসে !

ভালবাসা :
ভালোলাগার পূর্ণতা প্রাপ্তি হলো ভালবাসা


সবশেষে বলতে পারি-যে মানুষটির মানসিকতা আমার সাথে মিলবে,যার সাথে আমার সুখ-দুখ গুলি ভাগাভাগি করে নেয়া যাবে,যার ভুল গুলি ঠিক করে নেয়া যাবে,যে আমাকে ভাল মানুষ হতে সাহায্য করবে,একজন মানুষ হিসেবে যে আমাকে বুঝবে-সেই হবে আমার মনের মানুষ,আমার ভালবাসার মানুষ.........
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১১