সাদাকালো রংধনু সব ধরতে গিয়ে উড়েই গেলে
আপনমনে এলোমেলো কদমগাছের মগডালে
ভাসতে ভাসতে ভাবলে একা ফুলগুলো সব তোমার কিনা
একটু উড়ে যাবেই কিনা মেঘের আরো কাছটাতে
লাজুক সাজা সূর্যটাকে একটুখানি চমকাতে
ভেঁজা ভেঁজা গাছগুলো আপনমনে দুলছিল
ফুসফুস ফেটে কোথাও কোথাও কেউ কেউ হয়তো মরছিল
ভাসতে ভাসতে নেমে এলে সেই পানিজমা পথটাতেই
সবুজ রঙের খাতাটা তোমার ভিঁজছে কাল রাত থেকেই



উৎসর্গ: তাল গাছ এক পায়ে দাড়িয়ে