যত অন্ধকার ততই যেন আলোর আশা,
সামনে এগুলে পেছন আমায় দেয় বাঁধা,
সময়ের কাজ এসে আবার চলে যাওয়া,
স্বপ্ন আজ সবই যেন দিশেহারা।
যত অন্ধকার ততই যেন আলোর আশা।
রাতের কালোই নিস্তবতা জেগে আছে,
মেঘের আড়ালে চাঁদটা ও যে লুকিয়ে আছে,
নিরঘুম আমি ঘুমান্ত এই শহরে,
ভেবে যাই একটি কথাই আনমনে।
যত অন্ধকার ততই যেন আলোর আশা।
রাত গভীর যেন প্রভাত হওয়ার অপেক্ষায়,
আঁধারের দৃশ্যমান কাটবে যেন আলোর প্রতিটি ফোঁটায়,
জেগে উঠবে সবাই ঘুমের ঘোর কাটিয়ে ,
সোনালী দিনের সতেজতা মনের মাঝে জাগিয়ে।
যত অন্ধকার ততই যেন আলোর আশা।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১