নির্ঘুম আখিঁ
আঁধারের মাঝে আঁধার নামে,
ঘুম আছে ঘুমিয়ে,
স্বপ্ন আছে স্বপ্ন হয়ে,
নির্বাক চোখ তাই তাকিয়ে।
নিস্তব্দতা শোনায় নিরবতার ধ্বনি,
মুহুর্ত্ব হারায় সময়ে,
অলসতা বুঝি অলস তাই,
পলক পরে না চোখে।
গল্প বুনে গল্পের মেঘ,
দৃশ্য আঁকে ছবি,
মন যে নাই মনের ঘরে,
নির্ঘুম কি তাই আখিঁ? বাকিটুকু পড়ুন