সশস্ত্র বাহিনীতে যোগদিয়ে দেশ সেবায় নিঃস্বার্থে অংশ গ্রহণ করুন। নিঃস্বার্থে কথাটি একটু লক্ষ্য করুন। সেবা ব্যাপারটি একটি পন্যের মত। অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের সেবা বাজারে পাওয়া যায়। এই বিনিময় যোগ্য সেবার মত সশস্ত্র বাহিনীতে যোগদান করে সেবা প্রদানের বিনিময়ে কোন প্রতিদান আশাকরা অন্যায়। বিদেশে মিশন, কোর্স, প্লট বা অন্য কোন ভাবে আর্থিকভাবে লাভবান হবার পরিকল্পনায় সশস্ত্র বাহিনীতে যোগদান করা দেশের সাথে প্রতারনার নামান্তর। সুতরাং সশস্ত্র বাহিনীতে যোগদানের উদ্দেশ্য শুধুমাত্র দেশ সেবা নয় নিঃস্বার্থ ভাবে দেশ সেবা হওয়া উচিৎ।
আবার সশস্ত্র বাহিনীতে যোগদান করে নিজের ব্যাক্তিগত সাজসজ্জা ও চালচলন এর মাধ্যমে এই বাহিনীর মান বজায় রাখা অবশ্য কর্তব্য। এই বাহিনীতে যে পরিমান আর্থিক সুবিধা প্রদান করা হয় তা দিয়ে ব্যাক্তিগত মানসম্মত সাজসজ্জা ও চালচলন বজায় রেখে চলা সম্ভব। কিন্তু এখানে নিজ পরিবারে যথেষ্ট আর্থিক অবদান রেখে বেতনের প্রাপ্ত অর্থ দিয়ে মানসম্মত সাজসজ্জা ও চালচলন বজায় রাখা সম্ভব নয়। এজন্য যে সকল পরিবারের সন্তানদের পরিবারে যথেষ্ট আর্থিক অবদান রাখা প্রয়োজন সে সকল পরিবারের সন্তানদের সশস্ত্র বাহিনীতে যোগদান করা বিবেচনা প্রসূত হবে না। পরিবারে অবদান রাখার জন্য এসকল পরিবারের যোগ্য সন্তানদের উচিৎ সশস্ত্র বাহিনী ছাড়া অন্য কোন অধিক বেতনের চাকুরীতে যোগদান করা।
আমাদের সশস্ত্র বাহিনীর ঐতিহ্য আত্মত্যগের মহিমায় উজ্জল। কোন আর্থিক লাভের আশায় এই বাহিনীতে যোগদিয়ে এই মহিমাকে কলুষিত করবেন না।
চলুন আমরা সশস্ত্র বাহিনীর আপেক্ষাকৃত অনালোচিত কিছু বীর সদস্যের কথা জেনে, নিঃস্বার্থে সশস্ত্র বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ হতে নিচের লিংক গুলো ক্লিক করি।
১। একজন কিংবদন্তি যোদ্ধা
২। একজন অপ্রচারিত নায়ক
৩। বাংলাদেশী টপ গান
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৯