ভাষার জন্য ৫২'তে কত মানুষ শহীদ হয়েছে। অথচ সেই ভাষাকে শুদ্ধ করে লেখার কোনো উপায় আজ নেই। বাংলা একাডেমীর নিজেরই নিয়ম অনুযায়ী "একাডেমী" বানানটি ভুল! বাংলা একাডেমী ও NCTB'র পাল্টাপাল্টি নিয়মের বাহারে ভাবটা এমন, যেন সবকিছুই শুদ্ধ আবার সবকিছুই ভুল। কিন্তু অবস্থা যতই বেগতিক হোক, বানান কোনটা সঠিক বা যৌক্তিক তা জানার ইচ্ছা আমার সবসময়ের। তাই ভাষার মাসে বানান নিয়ে জানার চেষ্টা শুরু করলাম।
কলেজ জীবনে শিখে এসেছি "হয় নি" সঠিক। বাংলা ১ম পত্রে ভাষাভিত্তিকে পড়েছি - নি, না, নাই শব্দের থেকে আলাদা বসে। অর্থাৎ "হয়নি" ভুল। আবার বাংলা ২য় পত্রে বাংলা একাডেমী এবং "পাঠ্যপুস্তকে অনুসৃত" বানানের নিয়মেও একই কথা পড়েছি। কিন্তু বাস্তব জীবনে কোথাও "হয় নি" লেখা দেখি নি। সব জায়গায় "হয়নি"ই লেখা দেখেছি। এটা কি তাহলে শুধু ছাত্র-ছাত্রী আর পাঠ্যপুস্তকের জন্য তৈরি করা বানান?
আসল নিয়মটা কি? কেউ কি বলতে পারেন
==== সম্পাদনা:
বাংলা একাডেমীর অভিধানে (১৯৯৮ সংস্করণ) "নি" শব্দের অর্থে দুটি ভুক্তি পেলাম:
নি১: অব্য সামীপ্য আতিশয্য অভাব সাদৃশ্য ইত্যাদি ভাবপ্রকাশক উপসর্গ।
নি২: সঙ্গীতের সপ্তসুরের শেষ সুর, সপ্তম সুর, নিষাদ।