আমি অপেক্ষায় ছিলাম তোমারই জন্য
তুমি এসেছিলে আমারই জন্য।
চেয়েছিলে মৃত্যু শয্যায় জ্যোতি দিতে,
দিয়েছিলে রক্তেমাখা কৃষ্ণচূড়া,
আরও দি্য়েছিলে একগুচ্ছ জলে ভাসা পদ্ম।
তোমার দেয়া সেই সবকিছু আমায় করিল গ্রাস
কিন্তু আমি চাই সেই জরাজীর্ণ প্রাচীন প্রাসাদ হইতে হ্রাস।
তুমি চলে গেলে অদূর দূরে
আমার অশ্রুসিক্ত নয়ন দু'টি চেয়ে রইল তোমায় ঘিরে।
আমি অবগত তুমি আসিবে না আর ফিরে
আমি শায়িত রইলাম আগেরই মত করে।
১. ১৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৫ ০
ওপেষ্ট বাংলা- http://www.opest.net