আসসালামুয়ালাইকুম,
কার উদ্দেশ্যে লিখা জানি না, কেউ পড়বে কিনা জানি না..লিখতে ইচ্ছা করলো তাই লিখলাম।
somewhereinblog এর কথা জানতাম অনেক আগে থেকে, এমনকি বড় ভাই মোরশেদ ভাই থেকে এর নাড়ী নক্ষত্রর কিছুটা আচঁ পাইছিলাম, কিন্তু কখনো ঘুরে দেখার ইচ্ছা হয় নাই ঃ
মনে হইছিল, কি ছাইপাশ...another blog..
কিন্তু আজকে আমার টনক নড়ছে, তাও এক্স-গুরু নির্জন ভাই এর লিখা পড়ে...
font install করা ছিল না বিধায় লিখা গুলো আসছে এমন--
"শাহরিয়ার নরিজন"
"এইংলশি, এইংলশি, এইংলশি(২)
আগরে লখততিতে চায়নজিদরে এংরজেরি..."
কিন্তু এই ফরম্যাটেই লিখাগুলো আত চমতকার মনে হলো...পেজগুলো প্রায় গিলে ফেললাম...
মনে হলো- আরেয়...এইটা তো অন্যরকম...এ যে বাংলায় ব্লগ!
ভাষার কি পাওয়ার...সকাল ৬টায় ১০মেগ অভ্র নামায়ে লিখতে বসছি।
হ্যা, আমি লিখা শুরু করলাম এবং লিখবো...
যা খুশি, যেমন খুশি... লিখবো,
সবাই গুছিয়ে লিখে, আমি না হয় তাবোল আবোল ই লিখলাম,
সবাই সুখের কথা বলে, আমি না হয় দুঃখের কথা বলবো,
সবাই বাস্তব কে তুলে ধরে...আমি না হয় মনের কথা ই বললাম
কিন্তু সবাই শেয়ার করে...আমি ও করবো...
কেউ না পড়ুক...আমি ই পড়বো...
কেউ ভালো না বাসুক...আমি লিখবো।