এই ব্লগে আজ আমার সত্যিকারের জন্মদিন। বলা যায় ভুমিষ্ঠ হলাম আজ। ১০ মাস ১০ দিন ছিলাম ব্লগের গর্ভে। তাই এই স্মৃতিচারণ! পোস্ট। কোন একটা বইয়ে প্রায় বছর খানেক আগে এই ব্লগ সর্ম্পকে জানি, তারপর পরদিন অফিসে এসেই ব্লগে ঢুকি, তার পরদিন নিবন্ধিত হই। মনে হয় এইতো সেদিন কিন্তু দেখতে দেখতেই আমার গর্ভকালীন সময় কেটে গেল ভুমিষ্ঠ হলাম আমি।
মনে পড়ে প্রথম পোস্টে মন্তব্য পেয়েছিলাম অন্য একটি পোস্টে লিংক দিয়ে...আর প্রথম মন্তব্য পেয়েছিলাম আমার ৫ম পোস্টে মন্তব্যকারী ছিল একাকী বালক...ধন্যবাদ জানাই তাকে।
ভেবেছিলাম ব্লগের ভার্চুয়াল রিলেশনটা ভার্চুয়ালই থাকবে। কিন্তু কোন এক হাতুড়ে সাহেবের হাতুড়ির ভয়ে তার আর হলোনা। তবে এজন্য তিনি ধন্যবাদের দাবিদার। অনেক কিছু জেনেছি এবং শিখেছি তার কার থেকে...জীবন সম্পর্কে+ব্লগ সর্ম্পকে...
ছবি তোলা হাতুড়ে সাহেবের হবি........
পাশাপাশি আমি চাই তার পরিচিতি হোক কবি.....
যার রুপকথা...হবে বাস্তবতা....
মন বিষন্ন....হবে ছিন্নভিন্ন...
শুধু আনন্দ....হাসি...
রবে পাশাপাশি...
একসাথে মিলিমিশি..
রাবণের হাসি....
আমি মুলত পড়তেই এখানে এসেছিলাম কিন্তু তবুও আগডুম বাগডুম করে লিখে ফেলেছি কয়েকটা লাইন। তবে এই জন্য কজন মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা বিশেষ ভাবে কাজ করেছে। তাদের মধ্যে, হাতুড়ে ফটোতুলক, মিঃ নোটিশবোর্ড (টোকা ওয়ালা), ঈয়সীর স্রষ্ঠ্রা, গোল্ড ফিস ও পায়রা প্রেমিক এবং আরও একজন যিনি আমাকে রাজহাসের ছানা বলে ডাকেন(যিনি আমাকে ঝাল বিহীন ভর্তা খাবার দাওয়াত দিয়েছেন

আজ আমার ভুমিষ্ঠ দিনে আমার গর্ভকালীন অর্জনের সারসংক্ষেপঃ
* পোস্ট করেছেন: ৪০টি
* মন্তব্য করেছেন: ১৩৪০টি
* মন্তব্য পেয়েছেন: ৯০৪টি
* ব্লগ লিখেছেন: ১০ মাস ২ সপ্তাহ
* ব্লগটি মোট ৫৯৬৮ বার দেখা হয়েছে
যাই হোক ভুমিষ্ঠ যখন হলাম.....
এখন আমি বড় হবো। সবাই আমার জন্য দোয়া করবেন..আমি যেন...
(লাঞ্চে যাবো তাই পোস্ট আর দীর্ঘায়িত করলাম না)
উৎসর্গঃ ব্লগ যাত্রায় সহযাত্রী ব্লগার সকলকে।