ব্লগে আমার রেজিষ্ট্রেশনের বয়স মাত্র ৫ মাস ২ সপ্তাহ। সেই হিসেবে আমি এখনও ব্লগে ভুমিষ্ট হইনি তাই কারো লিখায় কোন ঝামেলা দেখলে পড়া বাদ দিয়ে দিতাম। নো রেটিং ফেটিং....
তবে আজ.........
অফিসে কাজের ফাকে সামুতে ঘোরাঘুরি করতে করতে একটা পোস্ট পড়া শুরু করলাম পোস্টের শিরোনামটাই ভুল করা হয়েছে। তার পর যা লিখা দেখলাম তা বেশ কনফিউজিং। কারন ব্যাপারটা ব্যাপারটা পোস্টে ব্যাখ্যা করা হয়েছে তার সর্ম্পকে আমি কিছুটা জানি। দিলাম একটা মাইনাস মেরে সাথে সাথে একটা ছোট স্ক্রীন আমাকে প্রশ্ন করল সত্যিই আমি মাইনাস দিতে চাই কিনা? দিলাম ওক্কে করে
ব্যাস এর আধ ঘন্টা পরেই আবার যখন কাজে একটু অবসর দেখি প্রথম পাতায় রেটিং তোলার প্রতিবাদ লিপি
আমার কাছেও ব্যাপারটা কেন যেন ভালো লাগলো না। এটার দরকার ছিল তবে একটু খারাপ লাগছে যে শেষ মুহুর্তে এসে একটা মাইনাস দিলাম।
কিন্তু এখন কোন পোস্টকে তো লাইক ও করতে পারবোনা কারন আমার তো ফেসবুক একাউন্ট নেই... সেটা খোলার কোন ইচ্ছেও তো আমার নেই
কেন আমার প্রথম মাইনাস শেষ মাইনাস হয়ে গেল...?
মাইনাস প্লাস না তুলে মাইনাস দিতে গেলে মন্তব্য বাধ্যতামুলক করার কোন ব্যবস্থা থাকলে কেমন হতো..?
দু'দিন ধরে পোস্ট পড়তে পড়তে অটো লগআউট হয়ে যাই কেন.?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৪